‘ভারত চারটি ম্যাচ জিতেছে বলে লোকে বাড়তি সুবিধার কথা বলছে’

ছবি: উইকেট উদযাপনে হার্দিক পান্ডিয়া, ফাইল ফটো

কয়েকদিন আগে ভারতকে নিয়ে সরাসরি মন্তব্য করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একই ভেন্যুতে খেলার কারণে ভারতের সুবিধা বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। এরপর এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের প্রধান কোচ আকিভ জাভেদও।
এখনও অবসর নিয়ে ভাবছেন না ধোনি
৬ এপ্রিল ২৫
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের সূত্র ধরে ধারাভাষ্য কক্ষে এমন মন্তব্য করতে দেখা গেছে নাসের হুসেইন, মাইকেল আথারটনসহ অন্যান্য অভারতীয় ধারাভাষ্যকারদেরও। প্রায় একই সুরে মন্তব্য করেন সাউথ আফ্রিকার ব্যাটার র্যাসি ভ্যান ডার ডাসেনও।
অন্য সব দলকেই যেখানে ভেন্যু থেকে ভেন্যু, এমনকি শহর থেকে শহরে ছুটোছুটি করতে হচ্ছে, ভারত সেখানে একই শহরে একই হোটেলে থেকে একই মাঠে খেলার সুযোগ পাচ্ছে। এসবের প্রতিক্রিয়াস্বরূপ, পুরো ক্রিকেট বিশ্বকে আইপিএল বর্জন করতে বলেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকও।
সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোহিত শর্মা জানিয়েছিলেন, দুবাই ভারতের ঘরের মাঠ না। সেক্ষেত্রে বাড়তি সুবিধার প্রশ্নই আসে না! অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়ে গম্ভীর রীতিমতো একহাত নিয়েছিলেন সমালোচকদের। যদিও সরল স্বীকারোক্তিতে শামি জানান, একই মাঠে একটানা খেলতে পারাটা বাড়তি পাওয়া।

এবার রোহিত-গম্ভীরের পাশে অবস্থান নিলেন সিতানশু, 'আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।'
'টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।'
দুবাইতে একই স্টেডিয়ামে ভারত খেললেও তাদের চারটি ম্যাচ হয়েছে ভিন্ন চারটি উইকেটে। সেই দিকটি তুলে ধরলেন সিতানশু। ভারত কন্ডিশনের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পেরেছে বলেও ইঙ্গিত দেন তিনি।
সিতানশু আরও বলেন, 'জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।'
'হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।'
গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল দলটি। এবার অজিদের হারিয়ে ফাইনালও দুবাইতেই খেলবে ভারত।