অপুর চেয়ে সানজামুলকে এগিয়ে রাখছেন নান্নু

ছবি:

গত বছরের মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়েছিলো বাঁহাতি স্পিন অলরাউন্ডার সানজামুল ইসলামের। সেই ম্যাচে পাঁচ ওভারে ২২ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছিলেন তিনি।
তবে এরপরে জাতীয় দলের পোশাকে আর দেখা যায়নি তাকে। দীর্ঘদিন পর আসন্ন ত্রিদেশীয় সিরিজে আবারো ডাক পেয়েছেন জাতীয় দলে। তবে তাকে যেন ভুলেই গিয়েছিলো টাইগার সমর্থকরা।

কেননা স্পিনার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ভালো করেছেন রংপুর রাইডার্সের হয়ে খেলা নাজমুল ইসলাম অপু। আর তাই সানজামুলের বদলে অপুকেই প্রত্যাশা করা যাচ্ছিলো এবারের ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে।
তবে অপুকে বিবেচনা না করে সানজামুলকেই গুরুত্ব দিয়েছেন নির্বাচকরা। এ বিষয়ে অবশ্য দারুণ এক যুক্তি উপস্থাপন করেছেন দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। দল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন,
"সানজামুল বেশ কিছুদিন ধরেই আমাদের সিস্টেমের মধ্যে ছিল। এইচপিতে ছিল, কোচের আন্ডারে ছিল। সে অনেক উন্নতি করেছে। সেই হিসেবে অপু আমাদের কোথাও ছিল না।
"ওর এখন যথেস্ট সময় আছে। এই কারনে সানজামুলকে এগিয়ে রেখেছি। অপুকে আমরা রেখেছি বিপিএল ভালো খেলেছে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে। এইজন্য রেখেছি, সামনেতো সময় আছে।"