সময়ই ভাগ্য নির্ধারণ করবে মুস্তাফিজের

ছবি:

আন্তর্জাতিক ক্রিকেটে টাইগার পেসার মুস্তাফিজুর রহমান যখন প্রথম পা দিয়েছিলেন তখন তার বোলিংকে পরখ করতে পারেননি বিশ্ব দরবারের অনেক বড় বড় ক্রিকেটাররাও। কিন্তু সময়ের সাথে সাথে ব্যাটসম্যানরা এখন তাকে স্বাচ্ছন্দ্যের খেলতে পারছেন।
এর পেছনে কারণ হিসেবে ধরা যেতে পারে তার ইনজুরিকে। কারণ এই ইনজুরির কারণে প্রায় ৬ মাসের মত মাঠের বাইরে থাকতে হয় তাকে। এরপর সেখান থেকে ফিরে অ্যাকশনেও হালকা পরিবর্তন আনেন এই বাঁহাতি পেসার।
এছাড়াও বর্তমানে প্রযুক্তির কারণে যেকোন বোলারের ফুটেজ পেয়ে যান প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা। যেকারণে সহজেই একজন বোলারের শক্তি সম্পর্কে ধারণা পেতে পারেন তারা। আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও মনে করেন প্রযুক্তির কারণেই তার দুর্বলতা, শক্তি এখন সবাই জানেন।

মানবজমিনের সাথে আলাপ করার সাথে জানিয়েছেন, একজন বোলারের পক্ষে তো প্রতিদিন পাঁচ উইকেট শিকার করা সম্ভব না। তবে তিনি সব সময়ই চেস্টা করেন নিজেকে ছন্দে রাখার। তিনি জানানম ‘এটিতো হবে আমিও জানতাম।
কারণ দেখেন যখন নতুন ছিলাম তখন আমার বল কেউ বুঝতে পারতো না। এখন দেখেন যে প্রযুক্তি তাতে সবার কাছে আমার বোলিংয়ের ফুটেজ আছে। আমার দুর্বলতা, শক্তি সবাই জানে। তাই ব্যাটসম্যানরা সহজে উইকেট দেয় না।
আর এটিতো বাস্তব একজন বোলার সবদিন পাঁচ উইকেট পাবে না। আবার যেদিন অনেক বেশি ছন্দে থাকবো সেদিন আবারো পাঁচটি পেয়ে যেতে পারি। আগে হয়তো অল্প রান দিয়ে বেশি উইকেট নিতাম। এখন হয়তো বেশি রান খরচ হবে।’
তবে মুস্তাফিজ আশাবাদী ইনজুরির কারণে নিজেকে ফিরে পেতে সময় লাগলেও দ্রুতই পুরোদমে ফিরবেন তিনি। তার কাছে শেখার কোন বয়স নেই, তাই যতদিন পারবেন ততদিন শিখে যাবেন। তিনি আরও জানান, তিনি আরও জানান,
'এখন বয়সতো কম। চেষ্টা নিজেকে ফিরে পাওয়ার। সময়ই বলে দিবে আমি টিকে থাকি কিনা? এখনো শিখছি, আমার কাছে যেটা সব সময় মনে হয় শেখার কোনো শেষ নেই।'