২১ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন যুব বিশ্বকাপজয়ী ওপেনার

২১ বছর বয়সেই ক্রিকেট ছাড়লেন প্রান্তিক নাবিল, ফাইল ফটো
মাত্র ২১ বছর বয়সেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন প্রান্তিক নওরোজ নাবিল। বাংলাদেশের হয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার নিজেই ক্রিকফ্রেঞ্জিকে এমনটা জানিয়েছেন।

promotional_ad

ক্রিকেটে দীর্ঘ এক ক্যারিয়ারই গড়তে পারতেন প্রান্তিক। কিন্তু এর আগে নিজেই ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের এ যাবৎ কালের সেরা অর্জন ধরা হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়কে।


আরো পড়ুন

‘দেশের বাইরের চেয়ে দেশে বাংলাদেশ অনেক ভালো দল’

১১ জুলাই ২৫
পিসিবি

২০২০ সালে আকবর আলীর অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সেই দলের ওপেনার ছিলেন প্রান্তিক। যদিও বিশ্ব জয়ের পর মাঠে তাকে একেবারেই দেখা যাচ্ছিল না। মূলত তার অসুস্থতাই তাকে ভোগাচ্ছিল।


promotional_ad

শ্বাসকষ্টের সমস্যার কারণে খেলায় ধারাবাহিক হতে পারছিলেন না প্রান্তিক। এর পাশাপাশি আরও কিছু সমস্যাও আছে তার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র ৩৫ ম্যাচেই থামল প্রান্তিকের ক্যারিয়ার। সবমিলিয়ে তিনি রান করেছেন ৯৩৮।


অবসরের সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে নিয়েছেন বলেই জানান প্রান্তিক। এরপর জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে নির্বাচকদেরও জানিয়ে দেন তিনি। এবার পড়াশুনোয় মনোযোগ দেবেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ণরত তিনি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball