|| ডেস্ক রিপোর্ট ||
আইসিসির ওয়ানডের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৮ উইকেট নিয়েছেন এই পেসার। তাতেই আবার শীর্ষে ফিরেছেন তিনি। এক নম্বরে জায়গা করে নেয়ার পথে তিন ধাপ এগিয়েছেন আফ্রিদি।
তিনি পেছনে ফেলেছেন কেশভ মহারাজ ও রশিদ খানকে। মহারাজ নেমে গেছেন তিন নম্বরে। অন্যদিকে রশিদ দ্বিতীয় স্থান ধরে রেখেছেন। গত ওয়ানডে বিশ্বকাপের সময় শীর্ষ বোলার ছিলেন আফ্রিদি। বিশ্বকাপে ১৮ উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু এরপর জায়গা হারান পাকিস্তানের এই পেসার।
এদিকে আইসিসির বোলারদের র্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ। ১৪ ধাপ এগিয়ে ১৩ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন।
এমন পারফরম্যান্সেই র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন রউফ। এদিকে ওয়ানডের ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন বাবর আজম। অজিদের বিপক্ষে তিন ম্যাচে ৮০ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পরও নিজেদের জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের এই তারকা ব্যাতার।
এদিকে অজিদের বিপক্ষে ৭৩ রান করে দুই ধাপ এগিয়েছেন পাকিস্তান দলের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তিনি ২৩ নম্বরে উঠে এসেছেন। তার সঙ্গে একই অবস্থানে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি ১১ ধাপ উন্নতি করে ২৩ নম্বরে উঠে এসেছেন।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে এটাই তার সেরা অবস্থা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে চোটের কারণে খেলতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। প্রথম ওয়ানডেতে ৪৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন শান্ত।
তাতেই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন তিনি। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর প্রথম ওয়ানডের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে।
অন্যদিকে মেহেদী হাসান মিরাজ বোলিং র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বর উঠে এসেছেন। ওয়ানডের সেরা অলরাউন্ডারের জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ নবি। মিরাজ ব্যাট হাতে ২৮, ২২ ও ৬৬ রানের পাশাপাশি ৩টি উইকেট নিয়ে ৪ ধাপ উন্নতি করে চার নম্বরে উঠে এসেছেন।