সাউথ আফ্রিকা- ভারত সিরিজ

বরুণের ৫ উইকেট, স্টাবস-কোয়েটজিতে সিরিজে ফিরল প্রোটিয়ারা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:44 সোমবার, 11 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে স্বল্প রানের ম্যাচে ভারতকে তিন উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সাউথ আফ্রিকা। চার ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত করে ছয় উইকেটে ১২৪ রান। জবাবে এক ওভার এবং তিন উইকেট হাতে রেখে জিতে যায় প্রোটিয়ারা।

স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে ৮৬ রানের মধ্যে সাতটি উইকেট হারায় সাউথ আফ্রিকা। অল্প রানের ম্যাচে প্রোটিয়াদের জয়ের নায়ক বনে যান ট্রিস্টান স্টাবস ও জেরাল্ড কোয়েটজি। ভারতীয়দের হতাশ করে অষ্টম উইকেটে ৪২ রানের জুটি গড়েন এই দুজন।

চার নম্বরে নেমে স্টাবস ৪১ বলে ৪৭ রানে ও নয়ে নামা কোয়েটজি ৯ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন। এই দুজনের ইনিংসেই মূলত জিতেছে প্রোটিয়ারা। এই দুজন বাদে রায়ান রিকেলটন (১৩) এবং রিজা হ্যান্ডরিকসই (২৪) কেবল দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন।

অল্প লক্ষ্য দাঁড় করালেও ভারতকে মূলত জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বরুণ চক্রবর্তী। ৪ ওভারে ১৭ রান খরচায় পাঁচটি উইকেট নেন এই স্পিনার। তার দারুণ বোলিংয়ের সামনে একসময় প্রোটিয়াদের রান ছিল ১৩ ওভারে ছয় উইকেটে ৬৬।

নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেওয়া বরুণ হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন। পাঁচ উইকেটের মধ্যে হ্যান্ডরিকস, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন এবং ডেভিড মিলারকে বোল্ড করেন এই স্পিনার।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ভারত। টানা দুই ম্যাচ সেঞ্চুরির পর এ দিন প্রথম ওভারেই ইয়ানসেনের বলে বোল্ড হন সাঞ্জু স্যামসন। অভিষেক শর্মা, সূর্যকুমার যাদবের দুজনই চার রান করে ফিরলে ১৫ রানেই তিনটি উইকেট হারায় সফরকারীরা।

এরপর তিলক ভার্মার ২০ বলে ২০ এবং অক্ষর প্যাটেলের ২১ বলে ২৭ রানের ইনিংসে ম্যাচে ফিরতে চাইলেও তেমন সফল হয়নি তারা। ভারতের ইনিংসে ৪৫ বলে সর্বোচ্চ ৩৯ রান করেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। প্রোটিয়াদের হয়ে এ দিন একটি করে উইকেট নেন ইয়ানসেন, কোয়েটজে, অ্যান্ডিলে সিমেলেন, মার্করাম এবং পিটার।