বাংলাদেশ-সাউথ আফ্রিকা সিরিজ

২০০ রানের লিড পেলেই জিতবে বাংলাদেশ, আশা হাসানের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:36 মঙ্গলবার, 22 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঢাকা টেস্টে সাউথ আফ্রিকার চেয়ে দ্বিতীয় দিন শেষে ১০১ রানে পিছিয়ে বাংলাদেশ। প্রোটিয়া ব্যাটারদের দাপটে পিছিয়ে থেকেই দিন শেষ করেছে টাইগাররা। সাউথ আফ্রিকা যেভাবে শেষ করেছে বাংলাদেশের ব্যাটাররা সেভাবে শুরু করতে পারেনি।

প্রথম ইনিংসে ১০৬ রানে গুটিয়ে যাওয়ার পর ৩ উইকেটে ১০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকরা মাত্র ৪ রানের মধ্যে সাদমান ইসলাম ও মুমিনুল হকের উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল। তৃতীয় উইকেটে মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫৫ রান যোগ করেন।

আর শেষদিকে মুশফিকুর রহিমকে নিয়ে জয় যোগ করেন আরও ৪২ রান। আর তাতেই লড়াইয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। তবে টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতাই যেন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এদিন সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের একটু মনোযোগ দিয়েই ব্যাটিং করার আহ্বান জানান পেসার হাসান মাহমুদ।

তার কাছে জানতে চাওয়া হয়েছিল ব্যাটারদের ব্যর্থতার ব্যাখ্যা। তিনি বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে সেই প্রশ্ন সামাল দিয়ে বলেছেন, 'আউট হওয়াটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমি বলব যে আরও মনোযোগ দিয়ে ব্যাট করা, যতটুকু সম্ভব সেট হয়ে ব্যাটিং করাটা (গুরুত্বপূর্ণ)।'

বাংদেশের ব্যাটাররা আরেকটু লড়াই করতে পারলে এই ম্যাচেও জয় তুলে নেয়া সম্ভব বলে মনে করেন হাসান। তবে সেই লড়াইয়ের জন্য অন্তত ২০০ রানের লিড প্রয়োজন সেটাও মনে করিয়ে দিলেন এই পেসার। তার ভাষ্য, 'আমার মনে হয় ২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা পারব ইনশাআল্লাহ।'

দুই অপরাজিত ব্যাটার জয় ও মুশফিকের কাছে প্রত্যাশার কথা জানিয়ে হাসান বলেন, 'জয়-মুশি অনেক ভালো একটা সময় পার করছে। কালকে ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, জুটিটা যত বড় করতে পারে, পরের ব্যাটারদেরও একই ইন্টেনশন নিয়ে ব্যাট করা উচিত, যে আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।'

বাংলাদেশের বাজে ব্যাটিংয়ের পর সাউথ আফ্রিকার ইনিংস থেমেছে ৩০৮ রানে। সেখানে তৃতীয় ইনিংসে চারশর বেশি রান করাই বড় চ্যালেঞ্জ। হাসান মনে করেন তিন সেশন ব্যাট করতে পারলেই সেটা সম্ভব হবে। তিনি বলেন, 'তিন সেশন ব্যাট করা সম্ভব। করতে পারলে চারশোর কাছাকাছি যেতে পারব।'