বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখি না: পাপন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:59 সোমবার, 06 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের খুব বেশি দিন বাকি নেই। এই বিশ্ব আসরকে সামনে রেখে শেষ মুহূর্তের মতো নিজেদের ভুল ত্রুটি সুধরে নিচ্ছে দলগুলো। পিছিয়ে নেই বাংলাদেশও। টাইগাররা ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে।

অবশ্য দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার কারণে সমালোচনাতেও পড়তে হয়েছে বাংলাদেশকে। অনেকে এই খর্ব শক্তির দলের বিপক্ষে খেলে বাংলাদেশ কী প্রস্তুতি নেবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন। জিম্বাবুয়ে সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মানতে রাজি নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ফিউচার ট্যুর প্রোগ্রামে ছিল দেখেই বাংলাদেশ এই সিরিজ খেলছে বলে জানালেন তিনি। পাপন বলেন, ‘আমি এটাকে প্রস্তুতি হিসেবে দেখি না। উদাহরণ হিসেবে, জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না। এটা আমাদের এফটিপির খেলা। আমি কি এফটিপির খেলায় ওদেরকে পয়েন্ট দিয়ে দেব? এটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই।’

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গেও সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজের মধ্যে দিয়ে বাংলাদেশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেবে বলে বিশ্বাস বিসিবি সভাপতির। সেই সঙ্গে তিনি জানিয়েছেন বিশ্বকাপের আগে কয়েক সপ্তাহ বাকি সেই প্রস্তুতি আরও আগেই সেরে ফেলা উচিত ছিল।

বিসিবি সভাপতি বলেন, ‘আমরা ইউএসএতে খেলাতে চাচ্ছি ওদের কন্ডিশন, উইকেট সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রস্তুতির কথা বলেন, দুই সপ্তাহ আগে প্রস্তুতির কিছু নেই। যা করার তা আগেই শুরু করার কথা ছিল।’

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই জানিয়েছেন এবারের বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না রাখতে। তবে ভালো কিছুর আশা ছাড়ছেন না বিসিবি সভাপতি। তিনি বিশ্বাস করেন সর্বশেষ বিপিএল এবং শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ভালো করায় তিনি বেশ আশাবাদী।

পাপন বলেন, ‘আমি মনে করি, আমরা যে কয়টা সিরিজ খেলি, এই যে শ্রীলঙ্কার সঙ্গে পুরা সিরিজটা খেললাম, এবারের বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে। এটাতেই প্রস্তুতি হওয়ার কথা। এবারে আমাদের দলটার বড় বিষয় হলো অভিজ্ঞতা, মোটামুটি নতুন ভালো একটা কম্বিনেশন আছে। কাজেই ভালো আশা করা ছাড়া আর কিছুই করার নাই। ’