|| ডেস্ক রিপোর্ট ||
কক্সবাজার একাডেমি মাঠে সিলেট বনাম খুলনা বিভাগের মধ্যকার ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে। আগের দিন ফলোঅনে পড়লেও শেষ দিনে এসে ঘুরে দাঁড়িয়েছিল খুলনা বিভাগ। সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ মিঠুন। এরপর হাফ সেঞ্চুরি পেয়েছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস ও নুরুল হাসান সোহান।
আর তাতেই ৩ উইকেটে ২৯৬ রান তুলে ফেলে খুলনা। এরপর ম্যাচ ড্র ঘোষণা করেন আম্পায়াররা। নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৬ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট বিভাগ। বড় রান তাড়া করতে নেমে খুলনা গুঁড়িয়ে যায় মাত্র ২৭৩ রানে।
ফলোঅনে পড়লে চতুর্থ দিন আবারও নিজেদের ইনিংস শুরু করে খুলনা। শুরুটা ভালো হয়নি তাদের। অমিত মজুমদারের উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে দলটির বিপর্যয় সামাল দেন দুই অভিজ্ঞ ব্যাটার ইমরুল কায়েস ও বিজয়।
উইকেটরক্ষক ব্যাটার বিজয় ২ চার ও ৩ ছক্কায় করেন ৫৪ রান। এরপর মিঠুনের সঙ্গে আরও ৫৩ রান যোগ করেন ইমরুল। রান আউটে কাঁটা না পড়লে সেঞ্চুরিও পেতে পারতেন ইমরুল। ৭ চার ও ২ ছক্কায় তার ইনিংস শেষ হয় ৭১ রান করে।
এরপর খুলনাকে আর উইকেট হারাতে দেননি মিঠুন ও সোহান। দুজনে ওয়ানডে মেজাজে খেলে ১৩০ বলে ১২৬ রানের জুটি গড়ে দিন পাড়ি দেন। মিঠুন ৭টি করে ছক্কা ও চারে ১০৮ বলে ক্যারিয়ারের ১৬তম সেঞ্চুরি তুলে নেন। সোহান অপরাজিত থাকেন ৬ চার ও ১ ছক্কায় ৬০ বলে ৫০ রান।
এই ম্যাচ দিয়ে দীর্ঘ প্রায় এক বছর পর আবারও মাঠে ফিরেছেন ইবাদত হোসেন। প্রথম ইনিংসে ১১ ওভার বোলিং করে আব্দুল হালিমের উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪ ওভার বল করে কোনো উইকেট পাননি এই পেসার। এ নিয়ে জাতীয় লিগে চার ম্যাচ খেলে দুটিতে ড্র করল সিলেট। দুই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে তারা।