বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলা হচ্ছে না হাসারাঙ্গার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 16:01 Tuesday, November 12, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন হাসারাঙ্গা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। তার বিকল্প হিসেবে শ্রীলঙ্কা দলে ডাকা হয়েছে আরেক লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে।

শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। সিরিজের সেরা খেলোয়াড় হয়েছিলেন হাসারাঙ্গা। সেই সঙ্গে সীমিত ওভারের ক্রিকেটে শ্রীলঙ্কা দলের অন্যতম ভরসা এই লেগ স্পিন অলরাউন্ডার নিশ্চিতভাবেই তার শূন্যতা অনুভব করবে লঙ্কানরা।

দুই ম্যাচে ২৫ রানের সঙ্গে তার শিকার ছিল ৬টি উইকেট। হাসারাঙ্গার ছিটকে যাওয়ার কারণ হ্যামস্ট্রিংয়ের চোট। ডাম্বুলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি চলাকালীন হ্যামস্ট্রিংয়ের অস্বস্তিতে ভুগছিলেন লঙ্কান এই তারকা ক্রিকেটার।

সেই ম্যাচে ১৭ রানে ৪ উইকেট শিকার করলেও ব্যাট হাতে ফিরেছিলেন মাত্র ৫ রান করে। আপাতত শ্রীলঙ্কা দলের ফিজিও ও চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। তিনি হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার শুরু করবেন।

এদিকে হেমন্থ শ্রীলঙ্কার হয়ে খেলে ফেলেছেন পাঁচটি ওয়ানডে ব্যাট হাতে ৩৯ রানের সঙ্গে উইকেট নিয়েছেন মাত্র দুটি। অবশ্য শ্রীলঙ্কার হাতে তার বিকল্পও রয়েছে। এরই মধ্যে শ্রীলঙ্কার স্কোয়াডে রয়েছেন আরেক লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।

এ ছাড়া স্পিন আক্রমণে মাহিশ থিকশানা ও দুনিথ ওয়েলালাগে রয়েছেন। ফলে স্পিন আক্রমণ নিয়ে খুব একটা ভাবতে হচ্ছে না লঙ্কানদের। এদিকে নিউজিল্যান্ড দলও বড় ধাক্কা খেয়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন দ্বিতীয় টি-টোয়েন্টিয়ে হ্যাটট্রিক করা লকি ফার্গুসন।