শ্রীলঙ্কা- নিউজিল্যান্ড সিরিজ

পাথিরানা-থুসারাদের বোলিং নৈপুণ্যে কিউইদের হারাল শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 11:28 Sunday, November 10, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করল শ্রীলঙ্কা। দুনিথ ওয়েলালাগে, নুয়ান থুসারা, মাথিশা পাথিরানাদের দারুণ বোলিংয়ের পর চারিথ আসালঙ্কার ব্যাটে চার উইকেটের জয় পেয়েছে স্বাগতিকরা। এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো লঙ্কানরা।

শনিবার ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। দলীয় ১৬ রানেই টিম রবিনসনকে (৩) হারায় কিউইরা। ওয়েলালাগের বলে বোল্ড হন তিনি। নুয়ান থুসারার বলে মাত্র ১ রান করে বিদায় নেন মার্ক চ্যাপম্যান। পাওয়ার প্লে থেকে আসে মোটে ৩১ রান।

লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হাতখুলে খেলতে পারছিলেন না কিউই ব্যাটাররা। ১৯ বলে ১৯ রান করা উইল ইয়াংকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বিদায় করেন মাহিশ থিকশানা। দলীয় ৫৩ রানে গ্লেন ফিলিপসও ফিরে যান। তাকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন হাসারাঙ্গা।

মাইকেল ব্রেসওয়েল ২৪ বলে ২৭ রান করে যখন ফিরে যান স্কোর বোর্ডে তখন ৫৯ রানে ৫ উইকেট। পাথিরানা এসে মিচেল হে (০) এবং জস ক্লার্কসনকেও (৩) বিদায় করেন। শেষদিকে ১৬ বলে ২৭ রানের ক্যামিও খেলে দলের রান কিছুটা বাড়িয়ে নেন জ্যাকারি ফোলকেস।

তবে সব উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ডকে থামতে হয় ১৩৫ রানে। লঙ্কানদের হয়ে তিনটি উইকেট নেন দুনিথ ওয়েলালাগে। দুটি করে উইকেট পান থুসারা, হাসারাঙ্গা এবং পাথিরানা। থিকশানা নেন একটি উইকেট।

১৩৬ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। মিচেল সান্টনারের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে শূন্য রানে ফিরে যান ওপেনার কুশল মেন্ডিস। তারপর পাথুম নিশাঙ্কা ও কুশল পেরেরা পাওয়ার প্লে'তে তোলেন ৪৯ রান।

৪০ রানের জুটি ভাঙেন ফোলকেস। ১৯ রান করা নিশাঙ্কাকে বোল্ড করেন তিনি। ৫৩ রানের মধ্যে ফিরে যান পেরেরাও। ১৭ বলে ২৩ রান করা এই ব্যাটারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন মাইকেল ব্রেসওয়েল।

কামিন্দু মেন্ডিস খেলেন ১৬ বলে ২৩ রানের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান আসে অধিনায়ক আসালাঙ্কার ব্যাটে। তার ২৮ বলে ৩৫ রানের দায়িত্বশীল ইনিংসে ছিলো একটি চার ও দুটি ছক্কার মার। শেষ পর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন লঙ্কান অধিনায়ক। এক ওভার হাতে রেখে ছয় উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় শ্রীলঙ্কা। কিউইদের হয়ে তিনটি উইকেট নেন ফোলকেস।