|| ডেস্ক রিপোর্ট ||
মাত্র এক রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপে পড়তে হয়েছে পিনাক ঘোষকে। তবে কক্সবাজারের একাডেমী মাঠে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন অমিত হাসান। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ দিনে এই দুজনের ইনিংসে তিন উইকেটে ২৪৪ রান তুলে প্রথম দিন শেষ করেছে সিলেট বিভাগ।
টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সিলেট। শুরু থেকে অবশ্য খুলনা বিভাগের দাপটই অব্যাহত ছিল। পঞ্চম ওভারের মধ্যে সিলেটের ওপেনিং জুটি ভেঙে দেয় খুলনা। উইকেট নেন শেখ মেহেদী। ১২ বলে চার রান করা ওপেনার তৌফিক খান তুষারকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন তিনি।
সাত রানে প্রথম উইকেট হারানো সিলেট দলীয় ২৬ রানে মুবিন আহমেদ দিশানকে হারান। তবে তখন আউট হননি দিশান, আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর পিনাকের সঙ্গে ১৬৮ রানের জুটি গড়েন অমিত।
এই জুটিতেই দলটি বড় স্কোরের পথে এগিয়ে যায়। এই জুটিও ভাঙেন মেহেদী। ৯৯ রানে থাকা পিনাক ঘোষ তার বলে উইকেটের পেছনে মোহাম্মদ মিঠুনকে ক্যাচ দিয়ে ফিরে যান। ২১৮ বলের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা হাঁকান পিনাক।
এরপর আবারও মাঠে নামেন দিশান। অমিতের সঙ্গে তার জুটি বেশীক্ষণ স্থায়ী হতে দেননি মেহেদী। দিশানকে লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন তিনি। ফেরার আগে ৪১ বলে তিনটি চারে ২১ রান করেন দিশান।
২১৪ রানে নিজেদের তৃতীয় উইকেট হারায়। এরপর আরও ১৩ ওভারের মতো দিনের খেলা হলেও আর উইকেট পড়েনি সিলেটের। এরমধ্যে সেঞ্চুরি তুলে নেন ইনফর্ম ব্যাটার অমিত। ২২৮ বলে আটটি চার ও একটি ছক্কায় ১০৯ রানে অপরাজিত আছেন এই ব্যাটার।
তার সঙ্গে দ্বিতীয় দিন শুরু করবেন আসাদুল্লা আল গালিব। ২৭ বলে আট রানে অপরাজিত আছেন তিনি। খুলনার হয়ে ৮২ রান খরচায় তিনটি উইকেটই নেন মেহেদী।