আইপিএল

আইপিএল নিলামে অবিক্রীত থাকলেও আফসোস থাকবে না অ্যান্ডারসনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 14:43 Saturday, November 9, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অবসর নিয়েছেন সব ধরণের ক্রিকেট থেকে, এমনকি ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিও খেলেছেন সবশেষ প্রায় এক যুগ আগে। আর সেই জেমস অ্যান্ডারসনই কিনা নাম লিখিয়েছেন আইপিএলের নিলামে! যদিও দল না পেলেও আফসোস নেই অ্যান্ডারসনের। এই বয়সেও নিজের সেরাটা দিতে চান তিনি।

সাদা জার্সির টেস্ট ক্রিকেটে তুমুল জনপ্রিয় এই বোলার লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন চলতি বছরের জুলাই মাসে, লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচেও এই বোলার শিকার করেছিলেন চার উইকেট।

নিজের উপর ভরসা আছে অ্যান্ডারসনের নিজেরও। তাই এবার নাম লিখিয়েছেন আইপিএলের মেগা নিলামে। যেখানে অ্যান্ডারসনের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ রূপি। আইপিএল বা অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগে আগে কখনোই খেলেননি তিনি। এমনকি শুধু টেস্ট খেলবেন দেখে আগেই ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নেন।

৪২ বছরে আইপিএল খেলতে চাওয়ার ব্যাপারে অ্যান্ডারসন বলেন, 'আমার মনে হয়, আমি আবার ক্রিকেট খেলতে চাই। তাই নিলামে নাম লিখিয়েছি। আমাকে কেউ নিবে কিনা, সেটা সম্পূর্ন আলাদা ব্যাপার। আমার মনে হয় আমার এই ফিটনেস আর ফর্মে আরো অনেক কিছু দেয়ার আছে। আমি আসলেই ক্রিকেটটা চালিয়ে যেতে চাই। আমি এখনো যথেষ্ট ফিট এবং বলও করতে পারি। তাই কোথাও খেলার সুযোগ পেলে ভালো লাগবে।'

লাল বলের টেস্ট ক্রিকেটে আন্ডারসন তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী, আর পেসারদের মধ্যে তিনিই সর্বোচ্চ। টেস্টে ৭০৪ উইকেট পেলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই পেসারের উইকেটসংখ্যা মাত্র ১৮টি।

অবশ্য সাদা বলে খুব বেশি টি-টোয়েন্টি না খেললেও ওয়ানডে সংস্করণে দূর্দান্ত খেলেছেন অ্যান্ডারসন। যেখানে ১৯১ ইনিংসে শিকার করেছেন ২৬৯ উইকেট।