সাউথ আফ্রিকা- ভারত সিরিজ

স্যামসনের ১০ ছক্কার সেঞ্চুরিতে ভারতের অনায়াস জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:38 Saturday, November 9, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন সাঞ্জু স্যামসন। এবার ডারবানেও হাঁকালেন দৃষ্টিনন্দন এক সেঞ্চুরি। সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে তার ৪৭ বলে করা দশ ছক্কার সেঞ্চুরিতে ভারত জিতেছে ৬১ রানে। সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিং করা ভারত স্যামসনের ৫০ বলে দশটি ছক্কা এবং সাতটি চারের সৌজন্যে ১০৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে তোলে ২০২ রান। গত অক্টোবরে হায়দরাবাদে বাংলাদেশের বিপক্ষে আটটি ছক্কা এবং ১১টি চারে ৪৭ বলে ১১১ রানের ইনিংস খেলেছিলেন এই উইকেটরক্ষক।

সাউথ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করে ভারতের প্রথম ব্যাটার হিসেবে টি–টোয়েন্টি সংস্করণে টানা দুটি সেঞ্চুরির কীর্তি গড়েন স্যামসন। ছেলেদের টি-টোয়েন্টিতে টানা দুটি সেঞ্চুরি করেছেন এর আগে মাত্র ৩ জন! তারা হলেন ফ্রান্সের গুস্তাভ মেকিয়ান, সাউথ আফ্রিকার রাইলি রুশো এবং ইংল্যান্ডের ফিল সল্ট।

স্যামসন ছাড়া এ দিন জ্বলে উঠতে পারেন কেবল তিলক ভার্মা। ১৮ বলে ৩৩ রানের ইনিংস আসে তার ব্যাটে। এ ছাড়া অধিনায়ক সূর্যকুমার করেন ১৭ বলে ২১ রান। এরা ছাড়া উল্লেখ করার মতো রান করতে পারেননি কেউই।

ভারতের সংগ্রহটা আরও বড় হতে পারত, তবে শেষ ৫ ওভারে ভারত তুলতে পারে মাত্র ৩৪ রান। সাউথ আফ্রিকার হয়ে ৩৭ রান খরচায় তিন উইকেট নেন জেরাল্ড কোয়েটজে। মাঝের দিকে হার্দিক পান্ডিয়া এবং রিঙ্কু সিংকে ফিরিয়ে তিনিই মূলত ভারতের লাগাম টেনে ধরেন।

জবাব দিতে নেমে সাউথ আফ্রিকা গুটিয়ে গেছে ১৪১ রানে। স্পিনার বরুণ চক্রবর্তীর দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকতে পারেনি দলটি। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন বরুণ। আউট করেছেন রায়ান রিকেলটন, হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলারকে।

ছয়জন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করলেও সাউথ আফ্রিকার হয়ে ইনিংস সর্বোচ্চ ২৫ রান করেছেন ক্লাসেন। রিকেলটন করেছেন ২১ রান। ভারতের হয়ে তিনটি উইকেট নেন আরেক স্পিনার রবি বিষ্ণই।