বাংলাদেশ নারী 'এ' দলের শ্রীলঙ্কা সফর

শ্রীলঙ্কায় বৃষ্টির কারণে ভেস্তে গেল নিগারদের প্রথম ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 15:34 Sunday, September 8, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শ্রীলঙ্কা সফরে গিয়ে বৃষ্টির কবলে পড়েছে বাংলাদেশ নারী 'এ' দল। শ্রীলঙ্কা নারী 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম আন অফিসিয়াল ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।

ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পানাগোডার আর্মি গ্রাউন্ডসে। রবিবার দুপুরে মাঠ ভেজা ফলে ম্যাচটি পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। 

বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় টসই অনুষ্ঠিত হতে পারেনি। চলতি এই সফরে লঙ্কান নারী 'এ' দলের বিপক্ষে দুটি পঞ্চাশ ওভারের ম্যাচ ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশের মেয়েরা।

আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্ব আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাংলাদেশের সাম্প্রতিক অবস্থার কারণে টুর্নামেন্টটি সরিয়ে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

এই বিশ্ব আসরের আগে বাংলাদেশের মেয়েদের এটাই প্রস্তুতির শেষ সুযোগ। আদতে 'এ' দল হলেও জাতীয় দলের ক্রিকেটাররাই এই সিরিজে খেলছেন।

কলম্বোর থুরস্তানে আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচটি। এরপর ১২ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।