বিগ ব্যাশ লিগ

বিগ ব্যাশে রিশাদকে দলে ভেড়ালো হোবার্ট হ্যারিকেন্স

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 13:53 Sunday, September 1, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিগ ব্যাশ লিগের ড্রাফটে জায়গা করে নিয়েছিলেন ৯ বাংলাদেশি ক্রিকেটার। এরা হলেন হাসান মাহমুদ, জাকের আলী অনিক, রনি তালুকদার, রিশাদ হোসেইন, শামীম হোসেইন, তাইজুল ইসলাম, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফউদ্দিন।

এবারের বিগ ব্যাশ লিগের ড্রাফটে নাম আছে মোট ৪৩২ ক্রিকেটারের। আজ ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটারদের ড্রাফট। ইতোমধ্যেই নিলামে দল পেয়েছেন রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেন্স ফ্র্যাঞ্চাইজি দলে ভিড়িয়েছে রিশাদকে।

সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন রিশাদ। হোবার্ট হ্যারিকেন্সের হেড অব স্ট্র্যাটেজির দায়িত্বে আছেন তাসমানিয়ার সবচেয়ে বিখ্যাত ক্রিকেটার রিকি পন্টিং। অর্থাৎ পন্টিংয়ের পছন্দেই হোবার্টে খেলবেন রিশাদ।

সব কিছু ঠিক থাকলে বিগ ব্যাশ ছেলেদের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা আছে এ বছরের ১৫ই ডিসেম্বর থেকে। প্রায় ১মাসেরও বেশি সময় ধরে চলে এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ২০২৫ সালের ২৭ জানুয়ারি।

এদিকে বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিপিএলও একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে নভেম্বর মাসে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা। জাতীয় দল এবং বিপিএলের ব্যস্ততায় রিশাদের বিগ ব্যাশে খেলা হবে কি না, সেই প্রশ্নটা তাই থাকছেই।

এদিকে বিগ ব্যাশ লিগের ড্রাফটে বেশ কয়েকজন ক্রিকেটারকে রিটেইন করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

রিটেইন ক্রিকেটারের তালিকা-

অ্যাডিলেড স্ট্রাইকার্স- অ্যাডাম হোস, জেমি ওভারটন, ডেভিড পেইন।
ব্রিসবেন হিট- পল ওয়াল্টার, টম ব্যান্টন।
হোবার্ট হ্যারিকেন্স- কোরি অ্যান্ডারসন, স্যাম হেইন।
মেলবোর্ন রেনেগেডস- জো ক্লার্ক, জর্ডান কক্স, মুজিব উর রহমান।
মেলবোর্ন স্টার্স- ড্যান লরেন্স, ইমাদ ওয়াসিম, লিয়াম ডওসন, অলি স্টোন, উসামা মির, হারিস রউফ।
পার্থ স্কচার্স- জ্যাক ক্রলি, স্টিফেন এস্কিনাজি, লরি ইভান্স , তাইমাল মিলস।
সিডনি সিক্সার্স- ইজহারউলহক নাভিদ, রেহান আহমেদ, জেমস ভিন্স।
সিডনি থান্ডার- অ্যালেক্স হেলস, জামান খান, টম কোহলার-ক্যাডমোর।