বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ঢাকার হয়ে মাঠে নামতে মুখিয়ে মুশফিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 10:43 Thursday, November 19, 2020

|| ডেস্ক রিপোর্ট ||  

আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। 

এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকার হয়ে খেলতে নামবেন মুশফিকুর। আর বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ডানহাতি এই ব্যাটসম্যান। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই জানান মুশফিক।

তিনি বলেন, 'আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সবচাইতে প্রথম ব্যাপার বেক্সিমকো ঢাকায় এই প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় এক্সাইটিং একটা ব্যাপার। আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি এই প্রথম এই ফরম্যাটে বাংলাদেশে খেলা হবে। তো আমরা সবাই অনেক এক্সাইটিং।'

আসন্ন এই টুর্নামেন্টে ঢাকা যেমন এক দিকে দলে ভিড়িয়েছে মুশফিক, রুবেল হোসেন,সাব্বির রহমানের মতো সিনিয়র খেলোয়াড়দের, তেমনি রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, আকবর আলিদের মতো তরুণ ক্রিকেটারদেরও। সিনিয়র-জুনিয়রদের মিশেলে গড়া দলটি নিয়ে বেশ আশাবাদী এই দলপতি। 

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'আমি মনে করি অন্যান্য আরও যে টিম আছে, সবই অনেক ব্যালেন্সড হয়েছে। আমাদের টিমেও ইয়াং এবং এক্সপেরিয়েন্স দুইটা কম্বিনেশন আছে। তো আমরা চেষ্টা করবো ডেফিনিটলি।'

'বেক্সিমকো ঢাকা সবসময়ই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিয়ে থাকে এবং এবারও সেটার ব্যতিক্রম ইন শা আল্লাহ হবে। তো আমরা অবশ্যই হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো যেন আমরা ফাইনাল খেলতে পারি এবং চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে পারি।'