promotional_ad

কিভাবে কি হয়ে গেল, সাকিবের প্রশ্ন

promotional_ad

সাকিব আল হাসান আইপিএলের এগারোতম আসরটি ইতিমধ্যে স্মরণীয় করে নিয়েছেন। নতুন দল সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে নিজের টি-টুয়েন্টি ক্যারিয়ারে চার হাজার রান ও তিনশ উইকেট নিয়েছেন তিনি।


সাকিব ছাড়া টি-টুয়েন্টির এই এলিট ক্লাবে আছেন কেবল ডোয়াইন ব্রাভো। ব্রাভোর রেকর্ড গড়তে প্রায় তিনশ ম্যাচ খেলতে হয়েছে। আর সাকিব আল হাসান মাত্র ২৬০ ম্যাচেই ব্রাভোর সঙ্গী হিসেবে জায়গা করে নিয়েছেন।


নিজের অর্জনকে বেশ বড় করেই দেখছেন সাকিব। বিডিনিউজ২৪ এর সাক্ষাৎকারে সাকিব বলেছেন, 'রেকর্ডকে শুরুর দিকেই রাখব। আন্তর্জাতিক ক্রিকেটের অনেক অর্জন অবশ্যই অনেক বড়।



promotional_ad

তবে এটিও বড়। বারবার যেটি বলছি, নিজেরই অবাক লাগছে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেট বা ৪ হাজার রান আলাদা করেই বড় ব্যাপার। দুটি একসঙ্গে করা অবশ্যই দারুণ কিছু।'


তবে একদশকের ক্যারিয়ারে তিনশ উইকেট ও চার হাজার রানের রেকর্ড কবে ছুঁয়ে ফেললেন সাকিব, ভেবে উঠতে পারছেন না তিনি। তার বক্তব্য, 'আমারও কাল থেকে এটিই মনে হচ্ছে।  টি-টোয়েন্টিতে উইকেট তো বেশি পাওয়া যায় না। চার ওভার বোলিংয়ের ক্রিকেটে ৩০০ উইকেট মানে অনেক উইকেট।


ভালো লাগছে তো বটেই। অবাকও লাগছে।  নিজেও বুঝলাম না কিভাবে ৩০০ উইকেট হয়ে গেল! সত্যি বলতে, এখন হয়তো এসবের মাহাত্ম্য পুরো বুঝতেও পারব না। আশা করি আরও অনেক দিন খেলব।



সব ঠিক থাকলে হয়তো আরও রান করব, উইকেট নেব। ক্যারিয়ার শেষে হয়ত যখন পেছন ফিরে তাকাব, তখন এইসব অর্জনের ওজন আরও ভালো করে বুঝতে পারব। তখন আরও বেশি গর্ব হবে।'


ব্যক্তিগত অর্জনে মহিমান্বিত সাকিবের দলও আইপিএলে দারুন ফর্মে আছে। এখন পর্যন্ত চার জয়ে পয়েন্ট টেবিলের উপরের সারিতে জায়গা শক্ত করেছে সাকিবরা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball