অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক কামিন্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচের দায়িত্বে পেইন
২০ জুন ২৫
চলতি মাসেই ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। এরপর থেকেই জল্পনা-কল্পনা ছিল অস্ট্রেলিয়ার ৫০ ওভারের অধিনায়ক কে হতে চলেছেন।
অবশেষে ওয়ানডের নতুন অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের নাম ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে টেস্টের পর আরেকটি ফরম্যাটে অধিনায়কত্ব করতে দেখা যাবে তাকে।

অস্ট্রেলিয়ার ২৭তম অধিনায়ক হিসেবে ওয়ানডের অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে চলেছেন তিনি। এবারই প্রথমবারের মতো কোনো পেসারকে এই ফরম্যাটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিতে দেখা যাবে।
সাউথ আফ্রিকা সিরিজ বাদ দিয়ে অ্যাশেজের প্রস্তুতি নেবেন কামিন্স
১২ জুলাই ২৫
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিসেবে ডেভিড ওয়ার্নারকেও বিবেচনায় রাখা হয়েছিল। গুঞ্জন ছিল এই ওপেনারের ওপর থেকে নেতৃত্বের নিষেধাজ্ঞাও তুলে নেয়ার ভাবনায় ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
যদিও শেষ পর্যন্ত ওয়ার্নারকে অধিনায়ক হিসেবে বেঁছে নেয়নি অস্ট্রেলিয়া। মূলত ২০২৩ বিশ্বকাপের জন্যই বেঁছে নেয়া হয়েছে কামিন্সকে। এই পেসার জানিয়েছেন ফিঞ্চের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। এবার তার জায়গা পূরণ করতে চান তিনি।
কামিন্স বলেন, 'আমি ফিঞ্চের অধীনে খেলা সব সময় উপভোগ করেছি এবং তার নেতৃত্বগুণ থেকে অনেক কিছু শিখেছি। গুরুত্বপূর্ণ কিছু ফাঁকা জায়গা পূরণ করতে হবে। তবে এই ওয়ানডে দলের অভিজ্ঞতার পাল্লা ভারী হওয়ায় আমরা খুবই ভাগ্যবান।'