নামিবিয়াকে হারিয়ে সুপার টুয়েলভের আরও কাছে নেদারল্যান্ডস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নামিবিয়াকে ৫ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের আরও কাছে চলে গেল নেদারল্যান্ড। তারা নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে এক রানের শ্বাসরুদ্ধকর জয় পেয়েছিল।
ভিক্টোরিয়ার জিলংয়ে আগে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রান তুলেছিল নামিবিয়া। সেই লক্ষ্য তিন বল হাতে রেখেই পেরিয়ে গেছে নেদারল্যান্ডস।

মাঝারি লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার ম্যাক্স ও'ডাউদ ও ভিক্রমজিত সিং মিলে ওপেনিংয়ে যোগ করেন ৫৯ রান। ৩৯ রান করে ভিক্রমজিত ফিরলে বাস ডি লিডকে নিয়ে আরেকটি ৪১ রানের জুটি গড়েন ডাউদ।
ডাউদ ফিরেছেন ৩৫ রান করে। শেষ পর্যন্ত ৩০ রানে অপরাজিত থেকে নেদারল্যান্ডকে জিতিয়েছেন ডি লিড। অবশ্য শেষদিকে দ্রুত তিনটি উইকেট নিয়ে ম্যাচে উত্তেজনা জমিয়ে তুলেছিল নামিবিয়া।
যদিও শেষ রক্ষা হয়নি। নামিবিয়ার হয়ে জেজে স্মিট নিয়েছেন দুটি উইকেট। একটি করে উইকেট পেয়েছেন বার্নান্ড স্কোলটজ ও জেন ফ্রাইলিঙ্ক।
এর আগে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১২১ রান সংগ্রহ করে নামিবিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ বলে ৪৩ রান করেছে জান ফ্রাইলিঙ্ক। আর মিচেল ভন লিনগেন এর ব্যাট থেকে এসেছে ২০ রান। নেদারল্যান্ডসের হয়ে ১৮ রানে ২ উইকেট শিকার করেছেন বাস ডে লেডস।