রোহিতের চ্যালেঞ্জ জিতে নায়ক শামি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শামির ফুলটসে বোল্ড হওয়ার পর ৩ মাস ব্যাটিং করেননি স্মিথ

৯ জুন ২৫
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করছেন স্টিভ স্মিথ

আন্তর্জাতিক কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সব জায়গাতেই ইনিংসের শুরুর দিকে বল হাতে দেখা যায় মোহাম্মদ শামিকে। নতুন বলে বেশ সুইংও আদায় করে নিতে পারেন এই পেসার। নতুন বলে পরীক্ষিত এই পেসারকে এবার ডেথ ওভারের চ্যালেঞ্জ দিয়েছিলেন রোহিত শর্মা। যেখানে এক ওভারে তিন উইকেট শিকার করে ভারতের জয়ের নায়ক বনে গেছেন এই অভিজ্ঞ পেসার।


অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রান, হাতে ছিল ৬ উইকেট। প্রস্তুতি ম্যাচ হওয়ায় শুরুর একাদশে না থাকলেও শেষ ওভারে মোহাম্মদ শামিকে বোলিংয়ে আনেন রোহিত শর্মা। ২০তম ওভারে এসে দলে শামির আর্ন্তভুক্তি অনেকটাই বিস্ময়কর ছিল। তবে এটি পুরো নাটকের ট্রেলার মাত্র।


promotional_ad

২০তম ওভারের প্রথম দুই বলে চার রান যোগ করেন প্যাট কামিন্স। এরফলে সমীকরণ দাঁড়ায় চার বলে ৭ রানের। এমন জায়গায় যেকোনো কিছুর বিচারেই এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। তবে এরপরের গল্পে শুধুই শামির একনায়কতন্ত্র।


আরো পড়ুন

ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও

২ ঘন্টা আগে
ফাইল ছবি

তৃতীয় বলে বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচে কামিন্সকে সাজঘরে ফেরা শামি। এরপরের বলে রান আউটের শিকার হন অ্যাস্টন অ্যাগার। পঞ্চম বলে দুর্দান্ত এক ইয়র্কারে জশ ইংলিসের স্ট্যাম ভাঙ্গেন শামি। আর ইনিংসের শেষ বলে আরও এক ইয়র্কারে কেইন রিচার্ডসনকে বোল্ড করেন এই পেসার।


রোহিত বলেন, 'আমরা জানি সে নতুন বলে কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই ডেথ ওভারে তাকে বোলিংয়ে এনে তাকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম এবং আমরা সবাই দেখেছি সে কি করেছে।'


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলারই কথা ছিল না শামির। ছিলেন বিশ্বকাপ স্কোয়াডেও। তবে বুমরাহর চোটের কারণে স্কোয়াডে সুযোগ পান শামি। আর তাতে প্রস্তুতি ম্যাচে এক অভার বোলিং করেই বাজিমাত করেছেন এই অভিজ্ঞ পেসার।


রোহিত বলেন, 'সত্যি বলতে, সে অনেকদিন পর ফিরছে। তাই আমরা তাকে একটা ওভার দিতে চেয়েছিলাম। প্রথম থেকেই পরিকল্পনা ছিল, সে ডেথ ওভারে এসে বোলিং করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball