নামিবিয়ার কাছে হেরে আরব আমিরাতের বিপক্ষেও সতর্ক শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের প্রথম ম্যাচেই নামিবিয়ার বিপক্ষে হেরেছে শ্রীলঙ্কা। এর ফলে সুপার টুয়েলভে খেলা অনেকটাই কঠিন হয়ে গেছে লঙ্কানদের জন্য। মঙ্গলবার তারা দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে।
এই ম্যাচে মাঠে নামার আগে বিপক্ষ দলকে সমীহ করছেন লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার চামিকা করুনারত্নে। বিশেষ করে নামিবিয়ার মতো দলের বিপক্ষে পা হড়কানোর পর বেশ সতর্ক হয়ে আটঘাট বেধেই মাঠে নামছে শ্রীলঙ্কা।

নিজেদের পরিকল্পনা নিয়ে চামিকা বলেছেন, 'হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাত পুরো দলটাই বেশ ভালো। কাল নামিবিয়া যেভাবে খেলেছে, তাই আমাদের আমিরাতের জন্য খুবই ভালো পরিকল্পনা সাজাতে হবে এবং আগামীকাল ভালো ক্রিকেট খেলতে হবে।'
আরব আমিরাত নিজেদের প্রথম ম্যাচে দারুণ লড়াকু ক্রিকেট উপহার দিয়েছে। তারা নেদারল্যান্ডসের বিপক্ষে ১১১ রান করে শেষ বলে পরাজিত হয়েছে। তাদের বিপক্ষে জিততে হলে শতভাগের বেশি দিতে হবে ক্রিকেটারদের এমনটাই মনে করেন চামিকা।
তিনি বলেন, 'গতকাল আমরা ম্যাচটি হেরে গেছি। তাই এখন আমাদের যেকোনো মূল্যেই হোক জিততে হবে। যা কিছুই হোক না কেন সামনের দুই ম্যাচ আমাদের জিততেই হবে। আমার মনে হয়, সব ছেলেরা তা জানে। আগামী দুই ম্যাচে আমাদের অবশ্যই শতভাগের চেয়ে বেশি দিতে হবে।'
দলের সবার কাছে পারফরম্যান্সের প্রত্যাশা করে তিনি বলেন, 'দলে যারা আছে তাদের দিকে আমরা চেয়ে আছি। এখন পর্যন্ত চারটি দলই ভালো ক্রিকেট খেলছে। এমনকি গতকালের শেষ ম্যাচে, আমিরাত ও নেদারল্যান্ডসের ম্যাচটি শেষ বলে গড়িয়েছে। আমরা জানি না, কী হতে পারে। কারণ এই খেলা সবসময়ই রোমাঞ্চকর এবং মজাদার ঘটনায় ভরা। যেকোনো কিছু ঘটতে পারে, দেখা যাক।”