কাউকে ধরে দলে আসলে তিন বছর আগেই আসতাম: সাব্বির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কেউ এক লাখ পেয়েছে আবার কেউ ১০ হাজার টাকা পেয়েছে’

৯ এপ্রিল ২৫
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা, ক্রিকফ্রেঞ্জি

সর্বশেষ এশিয়া কাপের আগে হুট করেই দলে নেয়া হয় সাব্বির রহমানকে। পারফর্ম না করেও জাতীয় দলে জায়গা পাওয়ায় নির্বাচকদের ব্যাখ্যাও দিতে হয়েছিল তাকে নিয়ে। যদিও দলে ফিরে নিজেকে প্রমাণ করতে পারেননি সাব্বির।


এশিয়া কাপে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে করেছিলেন মাত্র ৫ রান। এরপরর আরব আমিরাত সফরে ০ ও ১২ রান করেছিলেন। এরপর পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ হয়েছেন সাব্বির। এক ম্যাচে ১৪ রান করার পরই ধৈর্য হারিয়েছে ম্যানেজমেন্ট। এর ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও বাদ দেয়া হয়েছে তাকে। 


promotional_ad

রবিবার সকালেই জাতীয় এক দৈনিকের রিপোর্টের মাধ্যমে জানা যায় সাব্বির বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের অনুগ্রহে দলে ঢুকেছিলেন সাব্বির। যদিও নিজের ফেসবুক লাইভে এসে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন কাউকে ধরে জাতীয় দলে ঢুকতে পারলে তিন বছর আগেই আসতেন তিনি।


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

এ প্রসঙ্গে সাব্বির বলেন, 'আমি যদি ম্যানেজেমেন্টের কারও সঙ্গে কথা বলে জাতীয় দলে ঢুকি তাহলে তিন বছর আগেই ঢুকতাম, এখন ঢুকতাম না। ঢাকা প্রিমিয়ার লিগ ভালো খেলেছি, বাংলাদেশ ‘এ’ দলে ভালো খেলেছি, যেটা বললাম আপনাদের বললাম। সে কারণেই কিন্তু আমি জাতীয় দলে ডাক পেয়েছি, তিন বছর পরে।'


মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের জন্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক করেছেন সাব্বির। সংবাদ প্রকাশের আগে সংবাদমাধ্যমগুলোকে তথ্য উপাত্ত যাচাই করে নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। সাব্বির মনে করেন বিষয়গুলো ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে যাচ্ছে।


তিনি বলেন, 'আমাদের দেশের সবচেয়ে বড় অনলাইন নিউজ পোর্টাল (জাতীয় দৈনিক) সমকাল একটা নিউজ করেছে আমাকে নিয়ে। আমি নাকি বিসিবির কোন একটা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে দলে ঢুকেছি। দেখুন, নিউজ করার আগে তথ্য নিয়ে নিউজ করাটা গুরুত্বপূর্ণ। মানুষের ব্যক্তিগত জীবন আছে আর এটা ব্যক্তিগত আক্রমণ হয়ে যাচ্ছে।'


সেই সংবাদমাধ্যমের  বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন সাব্বির। তার ভাষ্য, 'দিনশেষে কিন্তু আমার পরিবার এসব নিউজ পড়ে এবং দেখে। ওরা কষ্ট পায়। তো আমি এটার ব্যবস্থা নেবো। ইনশাআল্লাহ সঠিক একটা ব্যবস্থা নেবো উনাদের বিরুদ্ধে, সমকালের বিরুদ্ধে। অবশ্যই নেবো। এতদিন যেহেতু চুপ ছিলাম কিছু বলাও হয়নি। কিন্তু একটা পদক্ষেপ নেয়া উচিত। কারণ এটা আমার ব্যক্তি স্বাধীনতার উপরে আক্রমণ হয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball