নিজেদের 'আন্ডারডগ' মেনেই বিশ্বকাপ শুরু করছে ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
১১ জুলাই ২৫
একমাত্র দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। যদিও তাদের সেই দুর্দান্ত প্রতাপ আর নেই। দলের অবস্থা এতোটাই বেগতিক যে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিতেও ব্যর্থ হয়েছে তারা।
সীমিত ওভারের এই বিশ্ব আসরের প্রথম পর্বে সোমবার স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ক্যারিবীয়রা। এই ম্যাচের আগে নিজেদের 'আন্ডারডগ' মানছেন ওয়েস্ট ইন্ডিজ দলপতি নিকোলাস পুরান। প্রথম পর্ব পেরিয়ে শিরোপা জিততে পারলে অসাধারণ কিছুই হবে বলে বিশ্বাস করেন তিনি।

পুরান বলেন, 'আমরা এই টুর্নামেন্টে আন্ডারডগ। যতোই দুইবারের চ্যাম্পিয়ন হই না কেন। অনেক মানুষ তো মনে করে আমরা (সুপার টুয়েলভে) কোয়ালিফাইও করতে পারবো না। তো চ্যাম্পিয়ন হতে পারলে আমাদের জন্য অনেক বড় অর্জন হবে।'
অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ
৩০ মিনিট আগে
এক সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই ছিল ক্যারিবিয়ান ক্রিকেটারদের আধিপত্য। সেই সোনালী সময় এখন অতীত। দল হিসেবেও এখন ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে ক্যারিবীয়রা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের থেকে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলে তারা জয় পেয়েছে কেবল ৮টিতে। তাই বিশ্বকাপে দল হিসেবে পারফর্ম করাকেই চ্যালেঞ্জিং মানছেন পুরান।
তিনি বলেন, 'আমরা এবার দল হিসেবে এক হয়ে থাকার ব্যাপারে কথা বলেছি। আমরা জিতি অথবা হারি, দল হিসেবে ঐক্যবদ্ধ হয়ে থাকব। তাই এ টুর্নামেন্ট জেতা... অবশ্যই এজন্য অনেক কাজ করতে হবে। (বিশ্বকাপ) জিতে গেলে অবশ্যই পৃথিবী হাতের মুঠোয় পাওয়ার মতো হবে।'
ব্যাট হাতে সেরা ফর্মে নেই পুরানও। সর্বশেষ ৯ ইনিংসে ১১.২২ গড়ে তার ব্যাট থেকে এসেছে ১০৪ রান। এমন পারফরম্যান্সে হতাশা জেঁকে বসেছিল তার ওপর। এর পরও বিশ্বকাপে ভালো করতে মরিয়া হয়ে আছেন ক্যারিবীয় দলপতি।
তিনি বলেন, 'আমি সবমিলিয়ে ভালো বোধ করছি। হ্যাঁ গত কয়েক ম্যাচে পারফরম্যান্স ও ফলাফল তেমন দেখা যায়নি। দুইটি ম্যাচে হতাশা জেঁকে বসেছিল। তবে এটি ঠিক আছে। আমি খুব বেশি বল খেলিনি। আমার জন্য বিষয়টা হলো বেশি বল খেলা। ব্যাটসম্যান হিসেবে আমি ভালো অনুভব করছি। আগামীকাল ভালো শুরুর দিকে তাকিয়ে আছি।'