বিশ্বকাপের চেয়েও বুমরাহর ক্যারিয়ার গুরুত্বপূর্ণ: রোহিত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

২০২৭ বিশ্বকাপে রোহিত-কোহলির জায়গা পাওয়া কঠিন হবে, মনে করেন গাঙ্গুলি

২২ জুন ২৫
ফাইল ছবি

পিঠের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন জসপ্রিত বুমরাহ! ভারতীয় সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর সৌরভ গাঙ্গুলি জানিয়েছিলেন, এখনও ছিটকে যাননি যানহাতি এই পেসার। সেই সময়ে বেশ কয়েকজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছিলেন তারা। যদিও শেষ পর্যন্ত সুস্থ করে তোলা যায়নি বুমরাহকে। 


ফলে এশিয়া কাপের পর বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হয় অভিজ্ঞ এই পেসারকে। বুমরাহর বদলি হিসেবে ভারতের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ শামি। বিশ্বকাপ শুরুর আগে অধিনায়কদের ফটোশ্যূটের দিনে রোহিত শর্মা জানালেন, বুমরাহকে দলে নেয়ার চেষ্টার কথা। সেই সঙ্গে ভারতের অধিনায়ক মনে করিয়ে দিলেন, বিশ্বকাপের চেয়েও বুমরাহর ক্যারিয়ার গুরুত্বপূর্ণ।


promotional_ad

বুমরাহ না থাকায় ব্যাটারদের আরও বেশি বাড়তি দায়িত্ব নিতে হবে কিনা, এমন প্রশ্নের জবাবে রোহিত বলেন, ‘বুমরাহ দুর্দান্ত একজন বোলার। অনেক বছর ধরে ভাল খেলছে। কিন্তু চোট পাওয়া দুর্ভাগ্যের। সেটার জন্য আসলে কিছু করার নেই। অনেক বিশেষজ্ঞের সঙ্গে আমরা কথা বলেছি, কিন্তু কোনও ইতিবাচক উত্তর পাইনি।’


আরো পড়ুন

ডিউক বল বিতর্কে জড়িয়ে ম্যাচ ফি হারাতে চান না বুমরাহ

১২ জুলাই ২৫
লর্ডসে একাই ৫ উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ

‘বিশ্বকাপ অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ বুমরাহ??? ক্যারিয়ার। ওর বয়স মাত্র ২৭-২৮ বছর। অনেক ক্রিকেট খেলা বাকি রয়েছে। তাই আমরা কোনও ঝুঁকি নিতে চাই না। আমরা যেসব বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি তারাও এটাই বলেছে। ভবিষ্যতে অনেক ম্যাচ খেলবে এবং ভারতকে জেতাবে বুমরা। এটা নিয়ে কোনও সন্দেহ নেই।’


কদিন আগে কোভিড পজিটিভ হয়েছিলেন শামি। এরপর প্রায় ১০ দিনের মতো বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করেছেন ডানহাতি এই পেসার। আপাতত ব্রিসবেন দলের সঙ্গে রয়েছেন শামি। অভিজ্ঞ এই পেসার ইতিবাচক রয়েছেন বলে জানান।


ভারতের অধিনায়ক বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলে জানতে পেরেছি সে ইতিবাচক রয়েছে। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে সে গত কয়েক সপ্তাহ কঠোর পরিশ্রম করেছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball