ওকসের আগুন থামাল বৃষ্টি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের প্লে-অফে বাটলারের বদলি কুশল মেন্ডিস
১৫ মে ২৫
ক্যানবেরাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেস আর গতিতে রীতিমতো আগুনে বোলিং করেছেন ক্রিস ওকস। ডানহাতি এই ব্যাটারের আগুনে বোলিংয়ে এদিন শুরুর আগেই বিপাকে পড়তে হয় স্বাগতিকদের। অজি ব্যাটাররা না পারলেও ওকসকে থামিয়েছে বৃষ্টি। বেরসিক বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শেষ টি-টোয়েন্টি। যদিও প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য ১১৩ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই ছন্দছড়া হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ওকসের প্রথম বলে জায়গা বানিয়ে খেলতে গিয়ে পয়েন্ট ক্যাচ দেন অ্যারন ফিঞ্চ। অজি অধিনায়ক ফেরার পরের বলে আউট হয়েছেন মিচেল মার্শও। থার্ডম্যানে ক্যাচ দিয়ে মার্শও আউট হয়েছেন শূন্য রানে।

শূন্য রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়া প্রথম রানের দেখা পায় ইনিংসের পঞ্চম বলে। ওকসের বলে লিডিং এজ হলে সেখান থেকে সিঙ্গেল নেন স্টিভ স্মিথ। দ্বিতীয় ওভারে অবশ্য কোন উইকেট না হারিয়ে ৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। তবে ইনিংসের তৃতীয় ওভারে এসে আবারও উইকেট হারায় তারা।
ওকসের পঞ্চম বলে স্লোয়ার বুঝতে না পেরে মিড অফে ক্যাচ দিয়ে ফেরেন ৮ রান করা গ্লেন ম্যাক্সওয়েল। ১৭ রানে ৩ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে টেনে তোলার চেষ্টা করেন স্মিথ এবং মার্কোস স্টইনিস। তবে তাদের বেশিক্ষণ ব্যাটিং করতে দেননি বৃষ্টি। ৩.৫ ওভার পর বৃষ্টি আসলে পরিত্যক্ত ঘোষণা করা হয় এই দুই দলের শেষ টি-টোয়েন্টি।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। জস হ্যাজেলউডের বলে স্লিপে থাকা ফিঞ্চের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যালেক্স হেলস। ডানহাতি এই ব্যাটার এদিন আউট হয়েছেন শূন্য রানে। এরপর অবশ্য জস বাটলার এবং ডেভিড মালান মিলে দারুণ এক জুটি গড়েন। তারা দুজনে মিলে যোগ করেন ৫৬ রান।
১৯ বলে ২৩ রানের ইনিংস খেলে মালান ফিরলে ভাঙে তাদের এই জুটি। এরপর আর কোন উইকেট হারায়নি ইংল্যান্ড। শেষ পর্যন্ত ১২ ওভারে ১১২ রানের পুঁজি পায় সফরকারীরা। এর মাঝে অবশ্য ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন বাটলার। ডানহাতি এই ওপেনার অপরাজিত ছিলেন ৬৫ রানে। তাকে সঙ্গ দেয়া বেন স্টোকস অপরাজিত ছিলেন ১৭ রানে।