আত্মবিশ্বাসী পাকিস্তানের চোখ বিশ্বকাপ ট্রফিতে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে বাংলাদেশকে নিয়ে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে পাকিস্তান। তাসমান পাড়ের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাব্র আজমের দল। তাই আত্মবিশ্বাসী পাকিস্তানের চোখ এখন বিশ্বকাপ ট্রফিতে, ত্রিদেশীয় সিরিজ শেষে এমনটাই জানালেন পাকিস্তান অধিনায়ক।


বাংলাদেশের বিপক্ষে বড় জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল পাকিস্তান। এই জয় অবশ্য অনেকটা প্রত্যাশিতই ছিল। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে আসরে দারুণ কিছু করার আভাস দিয়েছিল বাবরের দল। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বারের দেখায় হেরে যায় পাকিস্তান।


promotional_ad

ফাইনালের আগে বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে সহজ জয় পায় পাকিস্তান। ঘরের মাঠ আর চেনা কন্ডিশনের কারণে ফাইনালে কিছুটা হলেও এগিয়ে ছিল কিউইরা। তবে স্বাগতিকদের টেক্কা দিয়ে শিরোপা জেতে পাকিস্তান। এই শিরোপা বিশ্বকাপেও আত্মবিশ্বাস জোগাবে পাকিস্তানকে এমনটাই বিশ্বাস বাবরের।


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে যে আত্মবিশ্বাস পেয়েছি, বিশ্বকাপে আমরা তা নিয়ে যেতে পারছি।’ ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া মোহাম্মদ নেওয়াজ বলেন, ‘সামনেই বিশ্বকাপ। এখন আমরা আমাদের দৃষ্টিটা বিশ্বকাপের ওপরই রাখছি।’ 


সাম্প্রতিক সময়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করছেন নেওয়াজ। ত্রিদেশীয় সিরিজেও দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন অলরাউন্ডার। ফাইনাল ম্যাচেও ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।


নেওয়াজ বলেন, 'গত কয়েকদিনে অনেক পরিশ্রম করেছি। আজ ম্যাচে নিজেকে সেভাবেই মেলে ধরার চেষ্টা করছি, যেভাবে নেটে অনুশীলন করেছিলাম। মিডল অর্ডারে ভালো ব্যাটিং যে কোনো দলের জন্যই অনেক সহায়ক। আমাদের যে মূল পরিকল্পনা ছিল, সে পরিকল্পনা অনুযায়ী আমরা মাঠে পারফর্ম করতে পেরেছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball