বিশ্বকাপে বিশেষ কিছু করবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বাস স্যামির

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শাস্তি পেলেও রাগ পুষে রাখছেন না স্যামি

২ জুলাই ২৫
ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে জায়গা পায়নি ওয়েস্ট ইন্ডিজ। প্রাথমিক পর্ব খেলে এখানে আসতে হবে। ক্যারিবিয়ানদের সাম্প্রতিক ফর্মও খুব একটা ভালো না। তারপরও অস্ট্রেলিয়া বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দারুণ সম্ভাবনা দেখছেন ড্যারেন স্যামি। তার মতে, ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে ক্যারবিয়ানরা।


টি-টোয়েন্টি ক্রিকেটের যেকোনো আসরেই ক্যারবিয়ানদের উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করে। সংক্ষিতপ্ত ফরম্যাটের বিশ্ব আসরেও দাপট আছে তাদের। যেখানে দুইবার শিরোপাও ঘরে তুলেছে তারা। নিজেদের দিনে যেকোনো দলের বিপক্ষেই জেতার সামর্থ্য রাখে ওয়েস্ট ইন্ডিজ।


promotional_ad

তবে তাদের বর্তমান দলের শক্তিমত্তা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় খুব একটা আশাবাদী হওয়ার সুযোগ নেই। কাইরন পোলার্ড, ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অনুপস্থিতি ভুগাতে পারে তাদের। তবে স্যামি মনে করেন, এই স্কোয়াডেরও ভালো কিছু করার সামর্থ্য আছে।


আরো পড়ুন

অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ

১৩ ঘন্টা আগে
ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ জয়ী সাবেক এই অধিনায়ক বলেন, 'আমি কখনই ওয়েস্ট ইন্ডিজকে হিসেবের বাইরে রাখব না। সঙ্গে আমার একটা মজার অনুভূতিও হচ্ছে, অস্ট্রেলিয়াতে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।'


ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াডের সবচেয়ে বড় তারকা অধিনায়ক নিকোলাস পুরাণ। বিশ্বজুড়ে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই দেখা মেলে তার। পাওয়ার হিটিং দিয়ে নজর কাড়া এই ব্যাটার নিজের দিনে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। পুরাণ ছাড়াও কাইল মেয়ার্স, ওডেন স্মিথ কিংবা রভম্যান পাওয়েলদের মতো তারকারাও স্কোয়াডে আছে।


স্যামি বলেন, 'বরাবরের মতো দলে ভালো মানের ব্যাটার আছে। কাইল মেয়ার্স দারুণ এক প্রতিভা এবং দুর্দান্ত সব শট খেলে। আর আমরা জানি, নিকোলাস একজন ম্যাচ উইনার। এবার ভালো ব্যাপারটা হলো, আমাদের হাতে এমন বোলার আছে যারা উইকেট নিতে পারে। প্রতিপক্ষের উইকেট নেওয়ার উপায়টাই গতবার আমাদের জানা ছিল না। এবার আমরা তা জানি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball