পাঁচ দলের নারী আইপিএলে একাদশে ৫ বিদেশি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্বাসরুদ্ধকর লড়াই শেষে মুম্বাই জিতল দ্বিতীয় শিরোপা
১৬ মার্চ ২৫
২০২৩ সাল থেকে মাঠে গড়াবে নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, এমন খবর আগেই জানিয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। নতুন খবর নারী আইপিএলের প্রথম আসরে দেখা যাবে পাঁচ দলকে। যেখানে একাদশে ৫ জন করে বিদেশি খেলোনোর সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি সাউথ আফ্রিকাতে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের। এরপর অর্থাৎ মার্চের শুরুর দিকে মাঠে গড়াবে নারী আইপিএল। ২২ ম্যাচের এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে মার্চের শেষ দিকে। নারী আইপিএল শেষে পর্দা উঠবে ছেলেদের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট।

এর আগে তিন দলকে নিয়ে অনুষ্ঠিত হতো ওমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। সেটিকে বাদ দিয়েই মূলত নারী আইপিএল আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। শুরুতে ৬ দলের কথা শোনা গেলেও ক্রিকইনফো জানিয়েছে, ৫ দল নিয়ে হবে নারী আইপিএল।
ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও
১৬ ঘন্টা আগে
যেখানে মোট ২২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে ২০টি এবং এলিমিনেটর ও ফাইনাল মিলে হবে দুই ম্যাচ। পয়েন্ট টেবিলে সবার উপরে থাকা দল সরাসরি ফাইনালে খেলবে। দুই ও তিনে থাকা দুই দল এলিমিনেটর খেলবে। জয়ী দলকে খেলবে ফাইনালে।
ছেলেদের আইপিএলে হোম-অ্যাওয়ে পদ্ধতি থাকলেও মেয়েদের ক্ষেত্রে এটি কার্যকর হবে না। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুবার খেললেও গ্রুপ পর্বের ২০ ম্যাচ হবে দুই ভেন্যুতে। প্রথম ১০ ম্যাচ এক ভেন্যুতে এবং পরের ১০ ম্যাচ অন্য ভেন্যুতে।
টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের স্কোয়াড সাজাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে সর্বোচ্চ ৬ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। তবে একাদশে খেলাতে পারবেন ৫ জন বিদেশি ক্রিকেটার। যদিও সেখানে ৪ জন পূর্ণ সদস্য দেশের এবং একজন খেলবে সহযোগী দেশের।