নেতৃত্বের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে ওয়ার্নারের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘ট্রফি না জিতলে এক মৌসুমে ৬০০—৭০০ রান করার দাম নেই’

১ মে ২৫
বিসিসিআই

ডেভিড ওয়ার্নারের নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিতে আগামী ১৪ অক্টোবর সভায় বসতে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিষেধাজ্ঞা ওঠানোর পর ওয়ার্নারকে অধিনায়কত্বের প্রস্তাব দেবে সিএ। এমনটা নিশ্চিত করেছে সিএ চেয়ারম্যান লাচলান হেন্ডারসন।


২০১৮ সালে বল বিকৃতি কান্ডে জড়িয়ে অধিনায়কত্বে নিষেধাজ্ঞা পেয়েছিলেন সেই সময়ের অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্মিথ এবং সহ-অধিনায়ক ওয়ার্নার। এমন ঘটনায় অস্ট্রেলিয়ার হয়ে এক বছর না খেলতে পারার পাশাপাশি নেতৃত্ব থেকে আজীবনের নিষেধাজ্ঞা পান ওয়ার্নার।


তারপর বিভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ব্যাপারে মিডিয়ার সামনে আশাবাদী হতে দেখা গেছে ওয়ার্নারকে। বর্তমানে অ্যারন ফিঞ্চ অবসর নেয়ায় অস্ট্রেলিয়ার অনেক কিংবদন্তি ক্রিকেটারও ওয়ার্নারকে পরবর্তী ওয়ানডে অধিনায়ক হিসেবে চান।


promotional_ad

হেন্ডারসন বলেন, 'ক্রিকেট অস্ট্রেলিয়া লক্ষ্য করছে, ডেভিড মাঠে ভালো করছে এবং মাঠের বাইরেও দারুণ অবদান রাখছে। ডেভিডের নেতৃত্বের নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান কাজ হচ্ছে সেই ধারা (সে ধারায় ওয়ার্নার নিষিদ্ধ হন) পুনরায় খতিয়ে দেখা।'


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

'সেটা ভালোভাবে খতিয়ে দেখলেই বোঝা যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে এই ধারা যত দ্রুত সম্ভব সেটা কাগজে-কলমে খতিয়ে দেখা। এটায় কোনও বিলম্ব হওয়া উচিত না। তারপর আমরা ডেভিডের সঙ্গে নেতৃত্ব নিয়ে আলোচনা করতে পারব।'


একই সময়ে সিএ'র প্রধান নির্বাহী নিক হকলি বলেন, 'খুব সহজ শর্তে, আমরা একটি নির্দিষ্ট সময়ের পর ভালো আচরণ এবং সমৃদ্ধির জন্য নিষেধাজ্ঞাগুলো পর্যালোচনা করার জন্য দেখছি। আগামীকালের সভায় আমরা এটা পর্যালোচনা করব এবং সেটা পরবর্তীতে বোর্ড অনুমোদন দেবে।'


নেতৃত্ব থেকে ওয়ার্নার আজীবন নিষেধাজ্ঞা পেলেও স্টিভ স্মিথ মাত্র দুই বছরের সাজা পান। যেটা কাটিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট সহ-অধিনায়কত্বও পান তিনি। এমনকি শেষবারের অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার নিয়মিত টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স যখন করোনা আক্রান্ত হন, তখন অ্যাডিলেড টেস্ট নেতৃত্ব দেন স্মিথ।


বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক হতে চান না প্যাট কামিন্স, স্মিথ আর মিচেল মার্শরা। কেবল ওয়ার্নারই এখন পর্যন্ত বলেছেন অস্ট্রেলিয়াকে পুনরায় নেতৃত্ব দিতে পারলে সম্মানিত বোধ করবেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball