ওপেনিং নিয়ে শেষ পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

বাংলাদেশের ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে এশিয়া কাপ থেকে। এখনও কোনো জুটিতে থিতু হতে পারছে না বাংলাদেশ। এরই মধ্যে ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচ হেরে ছিটকে গেছে টাইগাররা। আগামী কাল পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে নিয়ম রক্ষা করতে মাঠে নামবে বাংলাদেশ।


সেই ম্যাচেই ওপেনিং জুটি নিয়ে শেষ পরীক্ষা করতে চায় টাইগারদের টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালেন ডোনাল্ড। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত ১৪টি ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছে বাংলাদেশ। যদিও সফলতা আসেনি।


শেষ পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ডোনাল্ড বলেছেন, 'আমি শুধু ৫০ ওভারের বিশ্বকাপ খেলেছি। নতুন বলে ওপেনিংয়ের ক্ষেত্রে অনেক ম্যাচআপ ব্যবহার করেছি আমরা। ওপরের সারির চার ব্যাটসম্যানকে অনেক অদলবদল (মিক্সিং) করেছি। এখন শ্রীরাম অনেক কম্বিনেশন দেখছে। যেখানে তাকে নিখুঁত হতে হবে। বিশেষ করে আগামীকাল শেষবারের মতো দেখবে তার কী করা উচিত এই কাজের জন্য সঠিক লোক খুঁজে বের করার জন্য।'


promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে সময় আছে দিন কয়েক। এখনও এই বিশ্ব আসরে খেলার মতো কম্বিনেশনই খুঁজে পায়নি ম্যানেজমেন্ট। সঠিক কম্বিনেশনের খোঁজে যে পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকবে এই কথার পক্ষেও মত নেই ডোনাল্ডের। তবে সব কিছুই হবে প্রক্রিয়া মেনে।


আরো পড়ুন

খাবার নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পারবেন দর্শকরা

৯ ঘন্টা আগে
ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে টাইগার কোচ বলেছেন, 'এটি কখনোই সহজ কাজ নয়। কোচ হিসেবে ওপরে বসে আপনি কখনও নিশ্চিতভাবে বলতে পারবেন না কোন কম্বিনেশনটা সঠিক। তবে আমি নিশ্চিত, এরই মধ্যে সে সঠিক জুটি খুঁজে পেয়েছে। অনেকেই বলে কতদিন এভাবে ‘ট্রায়াল এন্ড এরর’ চলবে? কিন্তু কোচ হিসেবে আপনাকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সমাধান বের করার জন্য। হেড কোচ হিসেবে তার সেই জায়গায় পৌঁছে যাওয়ার কথা।'


বাংলাদেশ দলের সঠিক কম্বিনেশন খুঁজে নিতে পরীক্ষা-নিরীক্ষায় পরিদর্শকের ভূমিকায় আছেন ব্যাটিং পরামর্শক শ্রীধরন শ্রীরাম। তার কাজে নাক গলাতে চান না বলেও খোলাসা করে দিয়েছেন ডোনাল্ড। বিশ্বের যে কোনো দলের জন্য সেরা ক্রিকেটারদের বেঁছে নেয়া সহজ কাজ নয় বলে বিশ্বাস ডোনাল্ডের।


তিনি বলেন, 'আমি মোটামুটি নিশ্চিত সে (শ্রীরাম) প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। তবে আমি এ ব্যাপারে নাক গলাতে চাই না। আমি বোলারদের দেখভালই করি বোলিং কোচ হিসেবে। আমি জানি, এটি সহজ কাজ নয়। কারণ আপনি নিখুঁত হতে চাইবেন, আত্মবিশ্বাসী হতে চাইবেন। এ কারণে বিশ্বকাপের দল বেছে নেওয়া সহজ নয়। সেটি বিশ্বের সব দলের জন্যই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball