এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো ইংল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ম্যানচেস্টারে ‘ব্যাটার’ পান্তকে না খেলানোর পরামর্শ শাস্ত্রীর

১৮ জুলাই ২৫
লর্ডস টেস্টের সময় আঙুলের চোটে পড়েছেনঋষভ পান্ত

জয়ের জন্য শেষ ওভারে ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২২ রান, হাতে ছিল চার উইকেট। ২০তম ওভারের প্রথম বলে স্যাম কারানকে ছক্কা হাঁকিয়ে সেই সমীকরণটা ৫ বলে ১৬ রানে নামিয়ে এনেছিলেন প্যাট কামিন্স। তবে শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। সিরিজের প্রথম টি-টোয়েন্টির মতোই এই ম্যাচেও ৮ রানে হেরেছে অস্ট্রেলিয়া। আর তাতে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিল ইংলিশরা।


১৭৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ধীর গতির শুরু করেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ। অজি অধিনায়ক ১৩ বলে ১৩ রান করে সাজঘরে ফিরলে ভাঙ্গে ২০ রানের উদ্বোধনী জুটি।


promotional_ad

এরপর ওয়ার্নারও ফিরেছেন দলের চাপ বাড়িয়ে। বেশ কিছু বল খেললেও সাবলীল ব্যাটিং করতে পারেননি এই অভিজ্ঞ ওপেনার। সাজঘরে ফেরার আগে ১১ বলে ৪ রান এসেছে তার ব্যাট থেকে।


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

দুই ওপেনার এমন ব্যর্থতার পর দলকে টেনে তুলেছেন তিন নম্বরে ব্যাটিং করতে নামা মিচেল মার্শ। ২৯ বলে ৪৫ রান করেছেন তিনি। শেষ দিকে মার্কাস স্টইনিসের ১৩ বলে ২২ আর টিম ডেভিডের ২৩ বলে ৪০ রানের সুবাধে ম্যাচে ছিল অজিরা।


শেষ ওভারে কামিন্স সাধ্যমত চেষ্টা করেছেন। তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে অস্ট্রেলিয়া। আর তাতে ৮ রানের জয় পেয়েছে ইংল্যান্ড। ইংলিশদের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছেন কারান।


এরা আগে ব্যাটিংব করতে নেমে ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আগের ম্যাচে দুর্দান্ত খেলা দুই ওপেনার জস বাটলার এবং অ্যালেক্স হেলস এদিন ব্যর্থ ছিলেন। তবে ৪৯ বলে ৮২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ডেভিড মালান। আর ২৭ বলে ৪৪ রান এসেছে মঈন আলির ব্যাট থেকজে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball