ডি ভিলিয়ার্সের ভারতীয় ভার্সন সূর্যকুমার: স্টেইন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগস্ট পর্যন্ত মাঠের বাইরে সূর্যকুমার, করাতে হচ্ছে অস্ত্রোপচার
১৮ জুন ২৫
উইকেটের গিয়ে প্রথম বল থেকেই শট খেলতে পারেন, স্পিনার কিংবা পেসার যেকোনো বোলারের বিপক্ষেই সাবলীল ব্যাটিং করেন, লেগ স্ট্যাম্পের দিকে সরে এসে জায়গা করে নিয়ে এক্সট্রা কভারের উপর দিয়ে ছক্কা হাঁকানো কিংবা ল্যাপ শট সবই স্বাছন্দ্যে খেলেন সূর্যকুমার যাদব।

একজন দক্ষ মিডল অর্ডার ব্যাটারের মধ্যে যা যা থাকা প্রয়োজন তার প্রায় সব গুণই আছে সূর্যকুমারের। মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দিয়ে লাইম লাইটে আসেন সূর্যকুমার। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পরই জাতীয় দলের দরজা খুলে যায় তার জন্য।
ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও
১৫ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে তা দুই হাত ভরে কাজে লাগিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। সাদা বলের ক্রিকেটে ইতোমধ্যেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন তিনি। টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আছেন শীর্ষ দুইয়ে।
উইকেটের চার পাশে শট খেলতে পারার দক্ষতা তার এমন সফলতার অন্যতম কারণ। যে কারণে তাকে বলা হয় ৩৬০ ডিগ্রি ক্রিকেটার। একই কারণে এবার তাকে প্রোটিয়া কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে তুলনা করেছেন ডেল স্টেইন। সাউথ আফ্রিকার সাবেক এই পেসারের মতে, ডি ভিলিয়ার্সের ভারতীয় ভার্সন হলেন সূর্যকুমার।
স্টেইন বলেন, 'সে একজন ৩৬০ ডিগ্রি খেলোয়াড় এবং এবি ডি ভিলিয়ার্সের কথা মনে করিয়ে দেয়। সে ডি ভিলিয়ার্সের ভারতীয় সংস্করণ এবং এই মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, এই বিশ্বকাপে তার ওপর নজর রাখতে হবে।'
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নাম লিখিয়েছিল ভারত। তবে মরুর বুকের সেই বিশ্ব আসরে ভরাডুবি হয়েছিল তাদের। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ায়ব রোহিতের ট্রাম্পকার্ড হতে পারেন ইনফর্ম সূর্যকুমার।
স্টেইন বলেন, 'সে এমন একজন খেলোয়াড় যে, বলের গতি ব্যবহার করতে পছন্দ করে। সে স্কোয়ারের পিছনে খেলতে পছন্দ করে। পার্থ, মেলবোর্নের মতো জায়গার মাঠে একটু বাড়তি গতি আছে। সুতরাং, আপনি সেখানে গতি ব্যবহার করতে পারেন, আপনি ফাইন লেগে খেলতে পারেন, উইকেটের পেছনে খেলতে পারেন এবং মাটিতেও খেলতে পারেন। সে পেছনের পায়েওব যথেষ্ট ভালো খেলে। সবমিলিয়ে সে একজন অলরাউন্ড খেলোয়াড়।'