টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে কনওয়ে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড

২০ ঘন্টা আগে
ডেভন কনওয়ে (বামে) ও রাচিন রবীন্দ্র (ডানে), ফাইল ফটো

চলমান ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন ডেভন কনওয়ে। টুর্নামেন্ট জুড়ে তার এমন ধারাবাহিক পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়েও। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ওঠে এসেছেন এই কিউই ব্যাটার।


বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে অপরাজিত ৭০ রানের পর দ্বিতীয় বারের দেখায়ও হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন কনওয়ে। এই ম্যাচে ৪০ বলে করেছেন দলীয় সর্বোচ্চ ৬৪ রান। তাছাড়া পাকিস্তানের বিপক্ষেও  খেলেছেন ৪৯ রানের অপরাজিত ইনিংস।


promotional_ad

ত্রিদেশীয় সিরিজে তার এমন পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তার। আগে তার অবস্থান ছিল সাত নম্বরে। এবার ডেভিড মালান এবং অযারন ফিঞ্চকে পেছনে ফেলে ৭৬০ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ওঠে এসেছেন তিনি।


আরো পড়ুন

চোটে জিম্বাবুয়ে সফর শেষ ফিলিপসের

১৮ জুলাই ২৫
ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে দারুণ ব্যাটিং করেছিলেন জস বাটলার। তার প্রভাব পড়েছে এবার র‍্যাঙ্কিংয়ে। চার ধাপ এগিয়ে ২২ নম্বরে ওঠে এসেছেন এই অভিজ্ঞ ওপেনার।


ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসেরও। বাটলারের সঙ্গে ১৩২ রানের ওপেনিং জুটি গড়া হেলস জায়গা করে নিয়েছেন সেরা একশোতে।


এদিকে টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন দুই ইংলিশ পেসার রেইস ট্রপলি এবং মার্ক উড। ট্রপলি আছেন ১১ নম্বরে। ইংলিশ বোলারদের মধ্যে তার পরেই আছেন উড। এই পেসারের অবস্থান ১৮ নম্বরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball