৭ উইকেটের জয়ে সিরিজ ভারতের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের ‘কথায়’ বাংলাদেশে আসছে না শ্রীলঙ্কা-আফগানিস্তানও
১৬ ঘন্টা আগে
তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত। আগে বোলিং করে প্রোটিয়াদের মাত্র ৯৯ রানে গুটিয়ে দিয়েছিল ভারত। জবাবে খেলতে নেমে ৩০.৫ ওভার হাতে রেখেই জয় পেয়েছে স্বাগতিকরা।
মাত্র ১০০ রানের লক্ষ্য পেয়ে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শিখর ধাওয়ান ও শুভমান গিল। এই দুজনে যোগ করেন ৪২ রান। ধাওয়ান ৮ রান করে রান আউট হয়েছেন।
আগের ম্যাচে দারুণ খেলা ইশান কিশান এদিন থিতু হতে পারেননি। তিনি ১০ রান করে বিজর্ন ফরটুইনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। শুরু থেকে দারুণ খেললেও এক রানের আক্ষেপে পুড়েছেন গিল।
তিনি ৫৭ বলে ৪৯ রান করে লুঙ্গি এনগিদির বলে এলবিডব্লিউ হয়েছেন। গিল যখন আউট হয়েছেন ভারত তখন জয় থেকে মাত্র ৩ রান দূরে। এরপর প্রোটিয়া বোলারদের আর কোনো সুযোগ দেননি শ্রেয়াস আইয়ার ও সাঞ্জু স্যামসন।

২০তম ওভারের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মেরে ভারতের জয় নিশ্চিত করেছেন আইয়ার। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৩ বলে ২৮ রান করে। ৩ রানে অপরাজিত থেকে তার সঙ্গী ছিলেন স্যামসন।
বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের
১৭ জুলাই ২৫
এই ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাউথ আফ্রিকা। দলীয় ৭ রানেই তারা ওপেনার কুইন্টন ডি ককের উইকেট হারায়। ৬ রান করা ডি কককে সাজঘরে ফেরান ওয়াশিংটন সুন্দর।
আরেক ওপেনার জানেমান মালান ফিরেছেন ১৫ রান করে। মোহাম্মদ সিরাজের বলে আভেস খানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। আরেক প্রোটিয়া ব্যাটার রেজা হেন্ডরিক্স ফিরেছেন মাত্র ৩ রান করে। তাকেও আউট করেছেন সিরাজ।
মাত্র ২৬ রানে তিন উইকেট হারানোর পর বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ৩৪ রান এসেছে হেন্ডরিক্স ক্লাসেনের ব্যাট থেকে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। তিনি একে একে ফিরিয়েছেন আন্দিলে ফেহলুকায়ো (৫), মার্কো জানসেন (১৪), ফরটুইন (১) ও এনরিক নরকিয়াকে (০)। ভারতের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সুন্দর, সিরাজ ও শাহবাজ আহমেদ।
সংক্ষিপ্ত স্কোর-
সাউথ আফ্রিকা- ৯৯/১০ (২৭.১ ওভার) (ক্লাসেন ৩৪, জানসেন ১৪, মালান ১৫; কুলদীপ ৪/১৮, সিরাজ ২/১৭)
ভারত- ১০০/১ (১৯ ওভার) (গিল ৪৯, কিশান ৬, আইয়ার ২৮*; এনগিদি ১/২১, ফরটুইন ১/২০)
ফলাফল- ভারত ৭ উইকেটে জয়ী।