সুমনের আগুনে বোলিংয়ে ২ দিনেই হারলো রংপুর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরিশালের বিপক্ষে জিতেও ঢাকার বিদায়

১৯ ডিসেম্বর ২৪
ম্যাচসেরা সুমন খান, ক্রিকফ্রেঞ্জি

রান খরার এক ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন নাদিফ চৌধুরি। নিজেদের প্রথম ইনিংসে সাজঘরে ফিরেছেন নার্ভাস নাইনটিতে। অবশ্য তার এই আক্ষেপে দিনশেষে কিছুটা হলেও প্রলেপ দিতে পেরেছেন বোলাররা। বিশেষ করে সুমন খান। এই পেসারের ১৬ রানে ৪ উইকেট শিকার করার দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৬ রানে অলআউট হয়েছে রংপুর। আর তাতে ইনিংস ও ৬২ রানের ব্যবধানে জয় পেয়েছে ঢাকা।


জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) মিরপুরে ঢাকার মুখোমুখি হয়েছিল রংপুর। যেখানে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৯২ রানে গুটিয়ে যায় রংপুর। বড় ইনিংস খেলতে পারেননি দলের কোনো ব্যাটার।


মূলত রংপুরের ব্যাটারদের দ্রুত সাজঘরে ফিরিয়ে দলের মেরুদন্ড ভেঙ্গে দিয়েছিলেন সুমন খান। মিরপুরে রীতিমতো আগুন ঝড়িয়েছেন এই পেসার। রংপুরের প্রথম ইনিংসে একাই পাঁচ ব্যাটারকে সাজঘরে ফিরিয়েছেন তিনি।


নাদিফ এবং তাইবুর রহমান ছাড়া প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি ঢাকার ব্যাটাররাও। নাদিফ বড় হাফ-সেঞ্চুরি পেলেও তাইবুর ফিরেছেন ৪২ রান করে। এই দুইজন ছাড়া বাকি ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ২১০ রানে থাকে ঢাকার প্রথম ইনিংস।


promotional_ad

নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসের পুনরাবৃত্তি ঘটিয়েছে রংপুর। এমনকি এবার আরও বাজে ব্যাটিং করেছে। দলের হয়ে সর্বোচ্চ ১২ রান এসেছে মাইশুকুর রহমানের ব্যাট থেকে। ব্যাটারদের এমন ব্যর্থতায় মাত্র ৫৬ রানে অলআউট হয় তারা।


আরো পড়ুন

বিপিএলে দল না পাওয়ায় 'আক্ষেপ' আছে মোসাদ্দেকের

২২ ডিসেম্বর ২৪
উদযাপনে ব্যস্ত মোসাদ্দেক হোসেন, ক্রিকফ্রেঞ্জি

সংক্ষিপ্ত স্কোর: 


রংপুর বিভাগ ১ম ইনিংস: ৯২/১০ 


ঢাকা বিভাগ ১ম ইনিংস: ২১০/১০ (৭৩.১ ওভার) (নাদিফ ৯০, তাইবুর ৪২; রবিউল ৩/৪২, মুশফিক ৫/৪৮)


রংপুর বিভাগ ২য় ইনিংস: ৫৬/৯ (২৬.১ ওভার) (মাইশুকুর ১২, তানবির ৯; সুমন ৪/১৬, সাকিল ৪/১৬) 


ফল: ঢাকা বিভাগ ইনিংস ও ৬২ রানে জয়ী 


ম্যান অব দা ম্যাচ: সুমন খান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball