স্মিথ-কামিন্সের পর ওয়ানডে অধিনায়ক হতে নারাজ মার্শও

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কামিন্স-হেডদের ছাড়াই অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল ঘোষণা
৪ জুন ২৫
অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়কত্ব চান না মিচেল মার্শ। স্টিভ স্মিথ এবং প্যাট কামিন্সের মতো এই অলরাউন্ডারও এই ব্যাপারে 'না' করে দিয়েছেন। বাকি দুজন কিছুটা ইনিয়ে বিনিয়ে মানা করলেও মার্শ একদম সরাসরিই 'না' করে দেন।
কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ওয়ানডে ফরম্যাট থেকে অবসরে যান অ্যারন ফিঞ্চ। এরপর থেকেই অস্ট্রেলিয়া ওয়ানডে ফরম্যাটে নেতাহীন। দলটির পরবর্তী অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম মিডিয়ায় এসেছে। যদিও সবাই না করে দিয়েছেন।

সম্প্রতি এই ব্যাপারে মার্শ বলেন, ‘ সত্যি বলতে অধিনায়কত্বের দৌড়ে আমি নেই। বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে হবে। বিশ্বকাপের মতো রোমাঞ্চকর আসরের আগে , এই ধরনের কোনো দায়িত্ব আমার ভাবনার মধ্যেই নেই। বিশ্বকাপের পর হয়তো ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে এই বিষয় নিয়ে আমার ভাবনা নেই।’
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
এর আগে কামিন্স এবং স্মিথ এই ব্যাপারে 'না' করেন। তিন ফরম্যাটে একই অধিনায়ক থাকার কোনো মানেই খুঁজে পান না টেস্ট দলনেতা কামিন্স। অপরদিকে স্মিথেরও এই ব্যাপারে আগ্রহ নেই।
কামিন্স বলেন, ‘সব সংস্করণে নেতৃত্ব দেওয়া, সব ম্যাচ খেলা আমার মনে হয় না বাস্তব কোনো চিন্তা। একজন পেসারকে বিশ্রাম দেওয়ার জন্য আপনার সময় খুঁজে বের করতেই হবে।’
স্মিথ বলেন, ‘যদি বোর্ড আমাকে দায়িত্ব নিতে বলে, সত্যি করে বললে আমি আসলে এ মুহূর্তে জানি না কী করব। আমার বয়স হচ্ছে। অবসরের তালিকায় পরবর্তী নামটা তো আমারও হতে পারে। তাই দেখা যাক, কী হয়!’
অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে কেবল আগ্রহ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার। যদিও বল টেম্পারিং কাণ্ডের পর নেতৃত্বের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনও কাটেনি তার।