নেদারল্যান্ডসের কোচিং স্টাফে কারস্টেন-ক্রিশ্চিয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘সঠিক পরিবেশ’ পেলে আবারো পাকিস্তানের কোচ হতে রাজি কারস্টেন
১৫ জুন ২৫
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নেদারল্যান্ডস দলের পরামর্শক হয়েছেন গ্যারি কারস্টেন। সাউথ আফ্রিকার এই সাবেক ব্যাটারের পাশাপাশি ড্যান ক্রিশ্চিয়ানকেও নিজেদের কোচিং স্টাফে পাচ্ছে নেদারল্যান্ডস।
বিশ্বকাপের প্রস্তুতি নিতে গত মাসের শেষদিকে কারস্টেনের একাডেমিতে অনুশীলন করে নেদারল্যান্ডস। আর সেখান থেকেই কারস্টেনকে স্বল্প সময়ের জন্য পরামর্শক হিসেবে পায় দলটি।

আর তাই হেড কোচ রায়ান কুকের (বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ) পাশাপাশি কারস্টেন ও ক্রিশ্চিয়ানের মতো খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্বদের দেখা যাবে নেদারল্যান্ডসের ডাগ-আউটে।
দলটির পরামর্শক হয়ে কারস্টেন বলেন, 'কেপ টাউনে নেদারল্যান্ডস দলের সঙ্গে কাজ করতে গিয়ে আমি উপভোগ করেছি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও পরামর্শক হিসেবে কাজ করতে মুখিয়ে আছি। ওই ক্যাম্পের সময় তাদের স্কিল ও পেশাদারিত্ব আমাকে মুগ্ধ করেছে। তারা প্রস্তুত থাকবে এবং বিশ্বকাপে দারুণ কিছু করে নাড়া দিতে দৃঢ়প্রতিজ্ঞ থাকবে।'
২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের কোচ ছিলেন কারস্টেন। তার অধীনে ২০১০ সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠে ভারত। এছাড়াও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও নিয়মিত কোচিং করান এই সাউথ আফ্রিকান।
এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে বিস্তর অভিজ্ঞতা থাকায় ক্রিস্টিয়ানকেও কোচিং স্টাফে সংযুক্ত করেছে নেদারল্যান্ডস। বিগ ব্যাশের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে হবে নেদারল্যান্ডসকে। তাদের গ্রুপে আছে শক্তিশালী শ্রীলঙ্কা, নামিবিয়া ও সংযুক্ত আরব আমিরাত।