'বিশ্বকাপে অজিদের ট্রাম্প কার্ড হবে ওয়েড'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গুজরাট টাইটান্সের সহকারী কোচ ম্যাথু ওয়েড
৯ মার্চ ২৫
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দারুণ সময় পার করছেন ম্যাথু ওয়েড। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন এবং সফল হয়েছেন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হবেন বলে বিশ্বাস মাইকেল বেভান।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি ফাইনালে পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ওয়েড। শুধুই সেমি ফাইনাল নয় সেই আসরের পুরোটা জুড়েই ফিনিশিংয়ের কাজটা ভালোভাবেই করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

সেবছর বিশ্বকাপ ট্রফিও ঘরে তুলেছিল অজিরা। এবার ঘরের মাঠে ট্রফি ধরে রাখার মিশনে অজিদের বড় অস্ত্র হতে পারেন ওয়েড, এমনটাই মনে করেন বেভান। তার মতে, ওয়েডের সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা অজিদের জন্য বাড়তি পাওয়া হবে।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
১৫ জুলাই ২৫
বেভান বলেন, 'চাপের মধ্যে সে (ম্যাথু ওয়েড) দারুণ কিছু ইনিংস খেলেছে। ওয়েড যেখানে ব্যাটিং করে তা দল এবং তার নিজের জন্য খুবই ভালো দিক, আশা করছি অস্ট্রেলিয়ার নির্বাচকরা এদিকে নজর রাখবে।'
আসন্ন বিশ্বকাপ আসর বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। নিজেদের ঘরের মাঠ আর কন্ডিশন নিশ্চিতভাবেই বাড়তি সুবিধা দেবে অজিদের। তাই এই বিশ্বকাপে তাদের চ্যাম্পিয়ন হওয়ার বড় সম্ভাবনা দেখছেন বেভান।
তিনি বলেন, 'তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং ঘরের মাঠের সুবিধা পাবে। আমি জোর দিয়ে এটা বলতে পারি যে, অস্ট্রেলিয়ার সামনে বিশ্বকাপ জেতার যথেষ্ট সুযোগ আছে।'