আমার মতো কেউ এতো দ্রুত ছক্কা মারতে পারে না: ইশান

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা

৪২ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ বলে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন ইশান কিশান। তার এমন পারফরম্যান্সের পর ভারত জয় পেয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে।


ম্যাচ শেষে ইশান জানিয়েছেন তিনি এক বা দুই রান নেয়ার চেয়ে ছক্কা মারতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার এমন অভিব্যক্তির প্রমাণ পাওয়া গেছে সাউথ আফ্রিকার বিপক্ষে এই ইনিংসেও। মাত্র ৪টি চারের সঙ্গে তার ছিল ৭টি ছক্কা।


promotional_ad

নিজের স্বাচ্ছন্দ্যের কথা বলতে গিয়ে কিশান বলেন, ‘যতদূর স্ট্রাইক রোটেট করার ব্যাপার, এটা কিছু খেলোয়াড়ের শক্তির উপর নির্ভর করে। কারোর শক্তি হলো ছক্কা মারা। তাই আমার মতো কেউ এত দ্রুত ছক্কা মারতে পারে না, আমি খুব সহজেই ছক্কা মারতাম। এটাই আমার ক্ষমতা। তাই আমি যদি ছক্কা মেরেই কাজটা করে নিতে পারি তাহলে রোটেট নিয়ে এত ভাবব কেন।’


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

এই ম্যাচে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। তারা ৪৮ রানেই দুই ওপেনারকে হারায়। এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১৬১ রানের জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে যান কিশান। এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত।


এই ভারতীয় ব্যাটার জানিয়েছেন পরিস্থিতি যাই হোক মারার বল পেলে মারতেই হবে। তিনি বলেন, ‘তবে হ্যাঁ, এমন অনেক ইনিংসও আসবে যেখানে রোটেশনেরও প্রয়োজন হবে। যেখানে আগে উইকেট পড়েছে, তার জন্যও একটু প্র্যাকটিস করা দরকার, কিন্তু শক্তি যদি ছক্কা মারার হয় এবং বল মারার মতো হয়, তাহলে ছক্কা মারুন।’


রাঁচিতে দ্বিতীয় ওয়ানডেতে বড় শট খেলতে গিয়েই আউট হয়েছেন ইশান। একটু ধৈর্য্য ধরলে হয়তো সেঞ্চুরিটাও পেতে পারতেন তিনি। অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই ভারতীয় এই ব্যাটারের। তিনি মনে করেন ব্যাটিংয়ের সময় নিজের কথা চিন্তা করা হলে ভক্তদের প্রতি অবিচার হবে।


তার ভাষ্য, ‘অবশ্যই, রোটেশন খুবই গুরুত্বপূর্ণ, সাত রান, আমি সিঙ্গেল রান নিতে পারতাম এবং সেঞ্চুরিও পেতে পারতাম। কিন্তু আমি যখন খেলতে শুরু করি তখন আমি কখনই নিজের কথা ভাবি না। দেশের হয়ে খেলার সময় আমি যদি আমার স্কোরের কথা চিন্তা করি, তাহলে আমি ভক্তদের প্রতি অবিচার করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball