আইয়ারের সেঞ্চুরিতে সমতায় ফিরল ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা
৪৬ মিনিট আগে
রাচিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল স্বাগতিকরা।
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেটে ২৭৮ রান তোলে সাউথ আফ্রিকা। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৭৯ রান আসে এইডেন মার্করামের ব্যাটে। ৮৯ বলে খেলা এই ইনিংসে ছিলও সাতটি চার ও একটি ছক্কা।
এ ছাড়া ৭৪ রানের ইনিংস খেলেন রিজা হেন্ডরিকস। তার ইনিংসে ছিল ৯টি চার ও একটি ছক্কার মার। ম্যাচের মাঝ পর্যায়ে এই দুজনের ১২৯ রানের জুটিতেই লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল সাউথ আফ্রিকা।

প্রোটিয়া ইনিংসের শেষদিকে ২৬ বলে ৩০ রান করেন হেনরিখ ক্লাসেন। ডেভিড মিলার অপরাজিত থাকেন ৩৪ বলে ৩৫ রান করে।
ভারতের হয়ে ৩৮ রান খরচায় তিন উইকেট নেন মোহাম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, কুলদিপ যাদব এবং শার্দুল ঠাকুর।
লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ভারত। অধিনায়ক শিখর ধাওয়া?? ১৩ ও শুভমান গিল ২৮ রানে বিদায় নেন। বাকি সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইশান কিশান এবং আইয়ার।
তবে দুর্ভাগ্য কিশানের। ৮৪ বলে চারটি চার ও সাতটি ছক্কায় ৯৩ রান করে ফিরে যান তিনি। কিশান ফিরলেও সেঞ্চুরি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন আইয়ার। ১১১ বলে ১৫টি চারে ১১৩ রান করেন তিনি।
কিশান-আইয়ারের জুটি ছিল ১৬১ রানের। শেষদিকে ৩৬ বলে অপরাজিত ৩০ রান করে তাকে উপযুক্ত সঙ্গ দেন সাঞ্জু স্যামসন। ভারত ম্যাচটি জিতে নেয় ৪৫.৫ ওভারের মধ্যেই।
সংক্ষিপ্ত স্কোর-
সাউথ আফ্রিকা- ২৭৮/৭ (৫০ ওভার) (মার্করাম ৭৯, হেন্ডরিকস ৭৪; সিরাজ ৩/৩৮)।
ভারত- ২৮২/৩ (৪৫.৫ ওভার) (আইয়ার ১১৩*, কিশান ৯৩; পারনেল ১/৪৪)।