'আমাদের বেঞ্চে মেসির মতো কেউ বসে নেই'

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ধারাভাষ্য প্যানেলে রমিজ রাজা
১৪ ঘন্টা আগে
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজ প্রত্যেকটা ইভেন্টেই পাকিস্তানের ঘাটতির জায়গা ছিল মিডল অর্ডার। তারপরও অস্ট্রেলিয়া বিশ্বকাপের স্কোয়াডে বড়-সড় কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজমেন্ট। যার ফলে সমালোচনা হচ্ছে এই দল নিয়ে। তবে রমিজ রাজা মনে করেন, সম্ভাব্য সেরা দল নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমি ফাইনালে খেলেছিল পাকিস্তান। যেখানে বড় অবদান ছিল দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমের। এই দুই ওপেনার ছাড়া ব্যাটিং অর্ডারে বলার মতো তেমন কোনো অবদান রাখতে পারেননি কেউই।

এবার আরও একটি বিশ্বকাপ, এখানেও প্রায় একই ব্যাটিং অর্ডার নিয়ে খেলবে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের মতে, এক্ষেত্রে খুব বেশি অপশনও নেই নির্বাচকদের হাতে। মিডল অর্ডারে নতুন কাউকে খেলানোর মতো ক্রিকেটার তাদের পাইপ লাইনে হয়তোবা নেই।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা
৪০ মিনিট আগে
রমিজ বলেন, 'আমাদের বেঞ্চে কোনো লিওনেল মেসি (একাদশে খেলানোর মতো ক্রিকেটারের ঘাটতি বুঝাতে) বসে নেই। অথবা আমরা একদম অচল কাউকেও দলে রাখিনি। আমাদের হাতে অপশনই কম। এজন্য অপশন বাড়ানোর জন্য বয়সভিত্তিক ক্রিকেটের ওপর জোর দিচ্ছি। হয়তো এখন আমাদের হাতে নেই। তবে আমার মতে, অধিনায়ককে যথেষ্ট অপশন দেয়া উচিত যাতে খেলোয়াড় বাছাইয়ে সুবিধা হয়।’
সর্বশেষ বিশ্বকাপে অভিজ্ঞ দলই পাঠিয়েছিল পাকিস্তান। সেমি-ফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও সেই আসরের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করার খুব একটা সুযোগ নেই। তাই টিম ম্যানেমেন্টও চায় অভিজ্ঞ দল নিয়ে এমন বড় আসরে যেতে।
রমিজ বলেছেন, ‘আমরা গত বিশ্বকাপে এটি (অভিজ্ঞদের দলে রাখা) করেছিলাম। এতে আমার কোনো সমস্যা নেই। ক্রিকেটে ভালো দলের ব্যাপারে আমার দর্শন হলো দল বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই ধারাবাহিকতা থাকা উচিত এবং অধিনায়কের হাত শক্ত রাখতে হবে।’