বাংলা ওয়াশে খেলা হচ্ছে না ফার্গুসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল শেষ ফার্গুসনের
১৪ এপ্রিল ২৫
চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি লকি ফার্গুসন। পেশির চোটের কারণে মাঠে নামা হয়নি এই কিউই পেসারের। সেই চোট থেকে এখনও সেরে না উঠায় ছিটকে যেতে পারেন পুরো টূর্নামেন্ট থেকেই, এমনটাই জানিয়েছেন দলটির প্রধান কোচ গ্যারি স্টেড।
চোটের কারণে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি লকি ফার্গুসন। এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগেও চোটে ভুগছেন এই পেসার। তবে সেই চোট গুরুত্বর নয়।

সব ঠিক থাকলে অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন ফার্গুসন। তাই এই পেসারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই ত্রিদেশীয় সিরিজের বাকি অংশে তার মাঠে না নামার সম্ভাবনাই বেশি।
হেনরি-কনওয়ের সৌজন্যে সহজ জয় পেল নিউজিল্যান্ড
১৯ জুলাই ২৫
স্টেড বলেন, 'লকির পেশিতে কিছুটা চোট আছে। (ত্রিদেশীয় সিরিজে মাঠে না নামার) সম্ভাবনা আছে। আমরা দেখবো, আগামী কয়েক দিনে তার কতটা উন্নতি হয়।'
অস্ট্রেলিয়া বিশ্বকাপে কিউইদের বড় শক্তির জায়গা তাদের পেস বোলিং ইউনিট। যেখানে অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির সঙ্গে থাকবেন ফার্গুসন। তাই দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে নিয়ে সর্তক কিউই টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ডের প্রধান কোচ বলেন, 'আমাদের বোলিং লাইন আপে সে খুবই গুরুত্বপূর্ণ একজন। দুর্ভাগ্যবশত সে গত বছরের বিশ্বকাপেও খেলতে পারেনি চোটের কারণে।'