বিশ্বকাপ শেষ ক্রেইগ ইয়াংয়ের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর
১১ জুলাই ২৫
ইনজুরির কারণে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ক্রেইগ ইয়াং। অভিজ্ঞ এই পেসারের বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন গ্রাহাম হিউম।
ক্যারিয়ারের শুরু থেকেই আয়ারল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ইয়ং। বারবার ইনজুরিতে পড়ার কারণে আগে থেকেই তাকে নিয়ে শঙ্কা ছিল আইরিশ শিবিরে। এবার আনুষ্ঠানিকভাবে বাদই পড়লেন!
ইয়াংয়ের বদলি হিসেবে দলে ডাক পাওয়া গ্রাহাম হিউমের অভিষেক হয়েছে চলতি বছরের জুলাইয়ে। অভিষেকের পর আর মাঠেই নামা হয়নি তার। বিশ্বকাপের আগে দলের সঙ্গে যোগ দিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে হিউম।

মেলবোর্নে বিশ্বকাপের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। প্রতিপক্ষ নামিবিয়া ও শ্রীলঙ্কা। এর আগেই অবশ্য তিনটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে খেলতে হবে আইরিশদের। ‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও স্কটল্যান্ড। ১৭ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে হোবার্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে দলটি।
আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: অ্যান্ড্রু বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং (সহ-অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, কনর ওলফার্ট, সিমি সিং, হ্যারি টেকটর, লরকান টাকার (উইকেটকিপার) এবং গ্রাহাম হিউম।