যেকোনো মূল্যেই ভারতের বিপক্ষে খেলতে চান আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-আফ্রিদিদের ছাড়াই বাংলাদেশে আসছে পাকিস্তান

৮ জুলাই ২৫
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান, ফাইল ফটো

হাঁটুর ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে শাহীন শাহ আফ্রিদি। বর্তমানে লন্ডনে পুনর্বাসনে আছেন পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা এই পেসার। ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই খেলতে চান আফ্রিদি।


আফ্রিদির সঙ্গে কথা হওয়ার পর ডন নিউজের সঙ্গে আলাপকালে এমনটা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। তার ভাষ্য অনুযায়ী, বর্তমানে পুরোপুরি ফিট না হলেও যেকোনো ভাবেই ভারতের বিপক্ষে খেলতে চান আফ্রিদি।


promotional_ad

রমিজ বলেন, 'আমি শাহীন শাহ আফ্রিদির সঙ্গে দুদিন আগেই কথা বলেছি। তার অবস্থা আগের থেকে ভালো। ডাক্তাররা আমাকে তার ভিডিও পাঠিয়েছে। সে এখন ৯০ ভাগ ফিট। ডাক্তাররা বলছে সে পুরোপুরি ফিট হয়ে যাবে।'


আরো পড়ুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাতিল করলেন ধাওয়ান-হরভজন-পাঠানরা

৪৭ মিনিট আগে
ভারত-পাকিস্তান ম্যাচ, ফাইল ফটো

'হাঁটুর ইনজুরি খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমাদের মতামত ছিল, সে ১১০ ভাগ ফিট না হলে তাকে নিয়ে আমরা ঝুঁকি নিব না। তবে আমি যখন তার সঙ্গে কথা বলেছি, তখনই সে ১১০ ভাগ ফিট ছিল। সে আমাকে বলেছে অস্ট্রেলিয়া গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে ভারতের বিপক্ষে নামার জন্য প্রস্তুত হবে।'


কয়েক মাস আগে পাকিস্তান দলের শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। এই চোটের কারণে সেই টেস্ট তো বটেই সিরিজের দ্বিতীয় টেস্টেও মাঠে নামতে পারেননি তিনি। প্রায় মাস খানেক অপেক্ষায় থাকলেও চোটের অগ্রগতি হয়নি। নতুন করে পরীক্ষা করালে আবারও চোট ধরা পড়ে তার।


এ কারণে দলের সঙ্গে থেকেও এশিয়া কাপে খেলা হয়নি আফ্রিদির। ঘরের মাঠে সাত ম্যাচের ইংল্যান্ড সিরিজেও খেলতে পারেননি তিনি। ধারণা করা হচ্ছিল, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবেন তিনি।


যদিও সেটাও আর হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে পুরোদমে ফিট পাবার জন্য পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট এশিয়া কাপের পরই তাকে লন্ডন পাঠিয়ে দেয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball