বিশ্বকাপের আগে সিনিয়রদের বাদ দেয়ায় হতাশ তামিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিপিএলকে বদলে দিতে তামিম-মুশফিকদের পরামর্শ নিলো বিসিবি
১৪ জুলাই ২৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে মুশফিকুর রহিম অবসর নেয়ায় এবং মাহমুদউল্লাহ রিয়াদ দল থেকে বাদ পড়ায় হতাশ তামিম ইকবাল। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই তাদের অবসর নেয়া বা দল থেকে বাদ পড়া উচিত ছিল বলে মনে করেন তিনি।
সেপ্টেম্বরের শুরুতে এশিয়া কাপের প্রথম রাউন্ড থেকে বাদ পড়ে বাংলাদেশ। এরপরই আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার সিদ্ধান্ত নেন মুশফিক। টি-টোয়েন্টিতে বছরের পর বছর বাজে পারফর্ম করায় জাতীয় দল থেকে বাদ পড়ার শঙ্কা ছিল তার। আর সেখান থেকেই আসে অবসরের সিদ্ধান্ত।

আরেক অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ অবশ্য অবসরে যাননি। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন বিশ্বকাপ দলের অংশ হতে। যদিও বিশ্বকাপের দল থেকে আচমকা বাদ দেয়া হয় সাবেক এই অধিনায়ককে।
মুশফিক-রিয়াদের জায়গায় খেলবেন লিটন-মিরাজ
১ জুলাই ২৫
সতীর্থদের এমন অবস্থা দেখার পর তামিম বলেন, 'যে দলটা এখন খেলছে, তুলনামূলক অনেক নতুন, যদি কয়েকজনের কথা বাদ দিন। যে কোনো কিছুতে সময় দিতেই হবে। আগেও বলেছি, মুশফিক-রিয়াদ, এরা যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে থাকত, আমার কাছে অবশ্যই ভালো মনে হতো। কারণ, যখন পুরো বছর একজন সিনিয়র ক্রিকেটারকে ক্যারি করেছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন?'
'যদি পুরো বছর আগে হতো, তাহলে ঠিক ছিল। কারণ, এই বিশ্বকাপের পর কিন্তু দুই বছর আছে… সঙ্গে এটাও অবশ্যই বলব, যারা ওদের জায়গায় খেলছে, যেমন ইয়াসির রাব্বি, আই রেট হিম ভেরি ভেরি হাই। আফিফ খুবই ভালো খেলছে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। যেখানে স্বাগতিকরা ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। এই সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ায় উড়াল দেবে সাকিব আল হাসানের দল।