৪ বছরের জন্য নিষিদ্ধ ক্যাম্পবেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজ দলে ৩ নতুন মুখ, ফিরলেন হোপ-ক্যাম্পবেল
১১ জুন ২৫
অ্যান্টি-ডোপ মামলায় কপাল পুড়ল জন ক্যাম্পবেলের। ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন। তাকে এই শাস্তি দিয়েছে জ্যামাইকা এন্টি-ডোপিং কমিশন (জ্যাডকো)।
গত এপ্রিলে নিজ শহর কিংস্টনে ডোপ টেস্ট করার কথা ছিল ক্যাম্পবেলের। যদিও এই টেস্ট করাতে অস্বীকৃতি জানান এই ব্যাটার। নির্ধারিত দিনে রক্তও দিতে যাননি তিনি। এ কারণেই বড় নিষেধাজ্ঞা দেয়া হলো তাকে।

এই বিষয়ে তদন্ত করতে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করে জ্যাডকো। শুক্রবার (৭ অক্টোবর) এই বিষয়ে ১৮ পৃষ্ঠার একটি প্রতিবেদনও দাখিল করে এই প্যানেল। সেখানেই তারা এই শাস্তি দেয় ক্যাম্পবেলকে।
অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ
১৭ ঘন্টা আগে
১৮ পৃষ্ঠার সেই প্রতিবেদনে ছিল, ডোপ টেস্টে রক্ত দিতে অস্বীকৃতি জানালে সেটা পুরোপুরিভাবে অ্যান্টি ডোপিং আইনের লঙ্ঘন। জ্যাডকো'র ধারা ১০.৩.১ অনুযায়ী এতে ৪ বছর নিষেধাজ্ঞার সাজা দেয়া হয় নিয়ম লঙ্ঘনকারীকে।
এই শাস্তি ১০ মে থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করে জ্যাডকো। গত কয়েক বছর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের নিয়মিত সদস্য ছিলেন ক্যাম্পবেল।
ক্যারিবিয়ানদের হয়ে ২০টি টেস্টও খেলে ফেলেছেন তিনি। এর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের রঙিন পোশাকে ছয়টি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।