দলীয় একতায় আত্মবিশ্বাসী বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান সিরিজের বাংলাদেশ দল ঘোষণা, এবারও নেই সোহান

১৭ জুলাই ২৫
বাংলাদেশ দল, ক্রিকফ্রেঞ্জি

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের। যদিও সদ্য সমাপ্ত সংযুক্ত আরব আমিরাত সফরে টানা দুই ম্যাচেই জয় পেয়েছে টাইগাররা। আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে জয় অনেকটা প্রত্যাশিতই ছিল। তারপরও এই জয় কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে টাইগার শিবিরে। আসন্ন ত্রিদেশীয় সিরিজে দল হিসেবে নিজেদের সেরাটা দিতে পারলে ভালো কিছু করা সম্ভব বলে বিশ্বাস করেন নুরুল হাসান সোহান।


আরব আমিরাত থেকে দেশে ফিরে খুব একটা অবসর সময় কাটানোর সুযোগ পাননি ক্রিকেটাররা। দিন দুয়েক পরই নিউজিল্যান্ডের বিমান ধরেছে সাকিব আল হাসানের দল। তাসমান পাড়ে পাকিস্তানকে সঙ্গে নিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড সহ ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ।


promotional_ad

এই টুর্নামেন্টে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসরে ভালো কিছু করতে এই ম্যাচের ফলাফল অনেক গুরুত্বপূর্ণ। কারণ কন্ডিশন আর উইকেট বিবেচনায় কিউইদের বিপক্ষে আরও কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।


আরো পড়ুন

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, দাবি ভনের

১০ মিনিট আগে
মাইকেল ভন, বাংলাদেশ দল

সোহান বলেন, 'অবশ্যই পাকিস্তান অনেক ভালো দল। তবে আমরা যদি ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, তিন দিক থেকে ভালো কিছু করতে পারি, তাহলে ভালো কিছুর সম্ভাবনা আছে।'


বাংলাদেশের বর্তমান দলে সবচেয়ে বেশি সমস্যা টপ অর্ডারে। তাদের ধারাবাহিক ব্যর্থতা বেশ ভুগাচ্ছে দলকে। তবে দল হিসেবে খেলতে পারলে ত্রিদেশীয় সিরিজেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন সোহান। যদিও এই সিরিজটিকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে তিন দলই।


সোহান বলেন, 'সত্যি কথা বলতে, আমাদের দলের পরিবেশ ও আবহ খুবই ভালো। সবচেয়ে বড় ব্যাপার হলো যে সবাইকে একটা বার্তা দেয়া হচ্ছে, আমরা যেন ফলাফল নিয়ে না ভাবি, প্রক্রিয়ায় যেন থাকি। ফল আগে থেকে অনুমান করার সুযোগ নেই। তবে আমরা যদি সৎ থেকে কঠোর পরিশ্রম করতে থাকি… সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল হিসেবে খেলা। ব্যাক্তিগত চিন্তা না করে যেন দল হিসেবে খেলতে পারি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball