ভিসা জটিলতায় নিউজিল্যান্ডে পৌঁছাতে দেরি সাকিবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

বুধবার উন্মোচন করা হয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজে ট্রফি। এই ট্রফি উন্মোচন অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে দলের পক্ষ থেকে ছিলেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।


সাকিব এখনও কেন দলের সঙ্গে যোগ দিচ্ছেন না তা নিয়ে কিছুটা ধোঁয়াশা ছিল। অবশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের সঙ্গে সাকিবের যোগ না দেয়ার কারণ ব্যাখ্যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারা জানিয়েছে ভিসা জটিলতার কারণেই নির্ধারিত সময়ে দলের সঙ্গে যোগ দিতে পারেননি সাকিব।


promotional_ad

জটিলতা কাটিয়ে ম্যাচের আগেরদিন দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। মঙ্গলবারই নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেয়ার কথা ছিল টাইগার অধিনায়কের। সেই লক্ষ্যে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ শেষে ৩০ সেপ্টেম্বরই টিকিটের চেষ্টা করেছিলেন তিনি। তবে সেই সময় টিকিট পাননি তিনি।


আরো পড়ুন

ব্যাটে বলে উজ্জল সাকিব, জিতল মায়ামি

১৮ জুলাই ২৫
মায়ামি ব্লেজ

এরপর গত ২ অক্টোবর লন অ্যাঞ্জেলস থেকে তাহিতি হয়ে বিমানভ্রমণের পরিকল্পনা ছিল তার। সেদিন বিমানবন্দরে গিয়েও তাকে ফিরে আসতে হয় ভিসা জটিলতায়। অবশেষে এয়ারলাইন্সের সহায়তায় সেই সমস্যার সমাধান হয়েছে। ফলে বিলম্বিত সময়ে নিউজিল্যান্ডে যেতে হচ্ছে সাকিবকে।


সবকিছু ঠিক থাকলে বুধবার রাতে অথবা বৃহস্পতিবার সকালে দলের সঙ্গে যোগ দিতে পারেন সাকিব। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় বাংলাদেশের হয়ে টস করতে নামার কথা রয়েছে তার। 


দীর্ঘদিনের ভ্রমণ নিষেধাজ্ঞার পর কদিন আগেই পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে নিউজিল্যান্ডের ভিসা। ফলে সারা বিশ্বের ভ্রমণ পিয়াসীরা হুমড়ি খেয়ে পড়ছেন দেশটিতে ভ্রমণের জন্য। অনেকেই বেশ আগে থেকেই নিজেদের টিকিট কেটে রেখেছেন। এর ফলে জটিলতায় পড়তে হয়েছে বাংলাদেশ অধিনায়ককেও।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball