ফ্লাইট মিস করায় বিশ্বকাপ দল থেকেই বাদ হেটমায়ার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হেটমায়ার ঝড়ে জিএসএলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ গায়ানা

১৭ জুলাই ২৫
শিমরন হেটমায়ার ১০ বলে ৩৯ রান করেন, ফাইল ফটো

পরপর দুইবার ফ্লাইট মিস করায় টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমায়ার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। তার পরিবর্তে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন শামারহ ব্রুকস।


কয়েকদিন আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা বিভিন্ন গ্রুপে অস্ট্রেলিয়ায় রওনা দিয়েছেন। যদিও তখন রওনা দেননি হেটমায়ার। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের অধিনায়কের ফ্লাইট ছিল গত শনিবার, ১ অক্টোবর।


promotional_ad

কিন্তু পারিবারিক কারণ দেখিয়ে তিনি তারিখ পরিবর্তন করতে বলেন। তখন সেটা সোমবার অর্থাৎ ৩ অক্টোবর করা হয়। এরপর হেটমায়ার আবার সিডব্লিউআই-এর ক্রিকেট পরিচালক জিমি অ্যাডামসকে জানান, তিনি ৩ অক্টোবরেও যেতে পারবেন না! তারপরই সিডব্লিউআই থেকে ঘোষণা আসে।


আরো পড়ুন

ভারতকে বেশি অর্থ দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজকে বঞ্চিত করছে আইসিসি, ধারণা ভনের

৬ মিনিট আগে
মাইকেল ভন, বাংলাদেশ দল

বোর্ড একটি বিবৃতিতে বলেছে, ‘শিমরন হেটমায়ার অস্ট্রেলিয়ায় তার পুনঃনির্ধারিত ফ্লাইট মিস করার পরে, সিডব্লিউআই নির্বাচন প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে। ওর অনুরোধেই পারিবারিক কারণে ফ্লাইটের সূচি শনিবার থেকে পরিবর্তন করে ১ অক্টোবর করা হয়েছিল।’


‘আজ বিকেলে আমরা সিডব্লিইআই বোর্ড অফ ডিরেক্টরসকে জানিয়েছি যে, নির্বাচক প্যানেল সর্বসম্মতিক্রমে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শিমরন হেটমায়ারের পরিবর্তে শামরাহ ব্রুকসকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’


ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, শেলডন কটরেল, শামারহ ব্রুকস, ইয়ানিক ক্যারিয়াহ, জনসন চার্লস, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, কাইল মায়ার্স, ওবেদ ম্যাককয়, রেমন রেইফার এবং ওডেন স্মিথ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball